ভারতের বেঙ্গালুরু শহরে উড়ো ই-মেইলের মাধ্যমে ১🌃৫টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ই-মেইলগুলো পাওয়ার পর থেকে ছাত্রছাত্রী, অভিভাবক এবജং স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ স্কুল খালি করে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ বোমা নিষ্ক্রিয় বাহিনীর সঙ্গে মিলিত হয়ে তল্লাশি চালায়। কিন্তু সেখানে এখন পর্যন্ত বিসꦅ্ফোরক বা সন্দেহ🌠জনত কিছু পাওয়া যায়নি।
পুলিশ জানায়, প্রথমে মোট সাতটি স্কুলে এ হুমকির ই-মেইলগুলো যায়। পরে তারা আরও কয়েকটি স্কুলে এ মেইল পাঠানোর তথ্য পান। বেঙ্গালুরু পুলি🌃শ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবকটি স্কুল থেকে ছাত্রছাত্রী, শিক্ষকদের সরিয়ে নিয়েছে।
কেউ মজা করে এ হুমকি মেইলগুলো পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বোমা নিষ্ক্রিয়কারী বাহিনী স্কুলগুলোতে সূক্ষ্মভাবে তল্🧸লাশি চালাচ্ছে।
গত বছরও বেঙ্গালুরুর স♍াতটি স্কুলে বোমা আছে বলে পুলিশকে জানানো হয়। কিন্তু পরে তা ভ💎ুয়া ফোন বলে প্রমাণিত হয়।