• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভারতের ১৫ স্কুলে বোমা হামলার হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩, ০২:০১ পিএম
ভারতের ১৫ স্কুলে বোমা হামলার হুমকি
বেঙ্গালুরুর স্কুলে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয় বাহিনী। ছবি: সংগৃহীত।

ভারতের বেঙ্গালুরু শহরে উড়ো ই-মেইলের মাধ্যমে ১৫টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবারಞ (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ই-মেইলগুলো পাওয়ার পর থেকে ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ স্কুল ♋খালি করে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ বোমা নিষ্ক্রিয় বাহিনীর সঙ্গে মিলিত হয়ে তল্লাশি চালায়। কিন্তু সেখানে এখন পর্যন্ত বিস্ফোরক বা সন্দেহজনত কিছু পাও💙য়া য🌊ায়নি।

পুলিশ জানায়, প্রথমে মোট সাতটি স্কুলে এ হুমকির ই-মেইলগুলো যায়। পরে তারা আরও কয়েকটি স্কুলে এ মেইল পাঠানো🌠র তথ্য পান🐈। বেঙ্গালুরু পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবকটি স্কুল থেকে ছাত্রছাত্রী, শিক্ষকদের সরিয়ে নিয়েছে।

কেউ মজা করে এ হুমকি মেইলগুলো পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বোমা নিষ্ক্র🌃িয়কারী বাহিনী স্কুলগুলোতে সূক্ষ্মভাবে তল্লাশি চা𝓀লাচ্ছে।

গত ব𝐆ছরও বেঙ্গালুরুর সাতটি স্কুলে বোমা আছে বলে পুলিশকে জানানো হয়। কিন্তু পরে তা ভুয়া ফোন বলে প্রমাণিত হয়।&nbs🐬p;

Link copied!