• ঢাকা
  • শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১, ২ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পেলেন আব্দুল ওয়াহাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ০৭:১৮ পিএম
পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পেলেন আব্দুল ওয়াহাব
আনুষ্ঠানিকভাবে চাবি তুলে দেওয়া হয়। ছবি : সংগৃহীত

পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পেয়েছেন শায়েখ আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল𝓡-শাইবি। সোমবার 📖(২৪ জুন) আনুষ্ঠানিকভাবে তার হাতে চাবি তুলে দেওয়া হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। এছাড়াও মসজিদ💜ুল হারাম ও মসজিদে নববীভিত্তিক ওয়েব পোর্টাল হা🌃রামাইন শরিফাইনের এক খবরেও এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২২ জুন মারা যান পবিত্র কাবাঘরের চাবিরক্ষক 💧ড. শায়খ সালেহ আল শাইবা। তার ইন্তেকালের পর কাবাঘরের নতুন অভিভাবক মনোনীত করা হয়েছে ৭৮ বছর বয়সী শায়েখ আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবি൲কে।

আবদুল ওয়াহাব মহানবী হজরত মুহ🃏াম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবি উসমান বিন তালহা (রা.)-এর ১১০তম উত্তরসূরি।

চাবি হস্তান্তর অনুষ্ঠাℱনে সৌদি আরবে বিশিষ্ট ব্যক্তি, অভিজাত পরিবারের সদস্য💧রা উপস্থিত ছিলেন।

কাবার চাবির দায়িত্ব গ্রহণের সময় শায়েখ আবদুল ওয়াহাব বিন 🧸জাইন আল-আবিদিন আল-শাইবি তার ওপর রাখা আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাবাঘরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের সেবায় তার পূর্বসূরিদের মতো অবদান রাখার অঙ্গীকার করে༒ন আবদুল ওয়াহাব।

Link copied!