• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পেলেন আব্দুল ওয়াহাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ০৭:১৮ পিএম
পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পেলেন আব্দুল ওয়াহাব
আনুষ্ঠানিকভাবে চাবি তুলে দেওয়া হয়। ছবি : সংগৃহীত

পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পেয়েছেন শায়েখ আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবি। সোমবা🌄র (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে তার হাতে চাবি তুলে দেওয়া হয়।

এক প্রতিবেদনে এ🤡 তথ্য জ🍌ানিয়েছে খালিজ টাইমস। এছাড়াও মসজিদুল হারাম ও মসজিদে নববীভিত্তিক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইনের এক খবরেও এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২২ জুন মারা যান পবিত্র কাবাঘরের চাবিরক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা। তার ইন্তেকালꦍের পর কাবাঘরের নতুন অভিভাবক মনোনীত করা হয়েছে ৭৮ বছর বয়সী শায়েখ আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবিকে।

আবদুল ওয়াহাব মহানবী হজরত মুহাম্মদ সাল্💜লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত ♋সাহাবি উসমান বিন তালহা (রা.)-এর ১১০তম উত্তরসূরি।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে সৌদি আরবে বিশিষ্ট ব্যক্তি,𝐆 অভিজাত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কাবার চাবির দায়িত্ব গ্রহণের সময় শায়েখ আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবি তার ওপর রাখা আস্থার জন্𒁏য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাবাঘরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের সেবায় তার পূর্ব🌳সূরিদের মতো অবদান রাখার অঙ্গী♓কার করেন আবদুল ওয়াহাব।

Link copied!