🦩ব্রাজিলের একটি সমাধিক্ষেত্রের ভেতর থেকে ৩৬ বছর বয়সী একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সরু ওই🍃 সমাধির ভেতরে প্রায় ১০ ঘণ্টা আটকে ছিলেন তিনি।
গত মঙ্গলবার ব্রাজিলের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় রাজ্য মিনে জেরাইসের ভিসকোনদে দো রিও ব্রাঙ্কো শহরে ঘটনাটি ঘটে। আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ খবরജ জানিয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনে জেরাইসের পুলিশ জানিয়েছে, প🦩ৌরসভার কবরস্থানের কবর খননকারীরা মঙ্গলবার সদ্য ‘সমাহিত করা’ একটি সমাধির চারপাশে রক্তের দাগ দেখে জরুরি সেবা নম্বরে কল করে জানান। পরে পুলিশ ও উদ্ধারকর্মীরা এসে ওই নারীকে সেখান থেকে উদ্ধার করে।
পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভেতর থেকে কেউ সাহায্য চাইছিল, বাইরে থেকে তা শোনা যাচ্ছিল। এরপর সমাধির ইটের দেয়াল ভেঙে পুলিশ ভেতর থেকে একজন নারীকে জীবিত বের কꦬরে 💖আনে। তার মাথা ও হাতে আঘাতের ক্ষত ছিল।
এর আগে গত সোমবার রাতে ✱ভিসকোনদে দো রিও ব্রাঙ্কো শহরে দুর্বৃত্তরা এই নারীকে জীবিত অবস্থায় সমাধিক্ষেত্রের একটি খালি কুঠুরিতে ঢুকিয়ে দেয়াল তুলে তা বন্ধ করে দেয়।
তদন্তকারীরা বলেন, “একট🅷ি গ্যাং এই নারীর বাড়িতে মাদক ও বন্দুক লুকিয়ে রেখেছিল। পরে তা না পেয়ে তারা ওই নারীর ওপর প্রতিশোধ নেয়।”
ওই নারী♔ পুলিশকে জানিয়েছেন, মুখোশ পরা অবস্থꦓায় দুই তরুণ তার বাড়িতে তল্লাশি চালায়। তার স্বামীর ওপরও হামলা চালায়। এরপর তারা তাকে কবরস্থানে নিয়ে গিয়েছিল। সেখানে তাকে লাঞ্ছিত করে।
এদ🀅িকে এই মাসের শুরুতে দক্ষিণ আমেরিকার পেরুতে একটি প্রত্নতাত্ত্বিক স্থানে মাতালের অভিনয় ক✃রছিলেন ডেলিভারি ম্যানের কাজ করা এক যুবক। সন্দেহ হলে ওই যুবকের সঙ্গে থাকা ‘কুলার ব্যাগ’ তল্লাশি করে পুলিশ। ব্যাগটি খোলার পর চমকে যান পুলিশ সদস্যরা। কারণ এর ভেতর তারা খুঁজে পান মানুষের মমি।