• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাড়িতে ঢুকে গভর্নরসহ ৬ জনকে গুলি করে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ০৭:৩৪ পিএম
বাড়িতে ঢুকে গভর্নরসহ ৬ জনকে গুলি করে হত্যা

ফিলিপাইনে বাড়িতে ঢুকে গভর্নরসহ ৬ জনকে গুলি করে হত্যার🎐 ঘটনা ঘটেছে।

শনিবার (৪ মার্চ) কেন্দ্রীয় নেগ্রোস ওর🐈িয়েন্টাল প্রদেশের পামপ🍰্লোনা শহরে সামরিক ইউনিফর্ম পরা বন্দুকধারীরা এ হামলা চালায়।

পুলিশ জানায়, সন্দেহভাজন ছয়জন বন্দুকধারী একই ধরণের পোশাক পরে পামপ্🌠লোনা শহরে গভর্নরের বাড়িতে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এ হামলায় গভর্নর রোয়েল দেগামো ও আরও পাঁচজন নিহত হন। গভ🃏র্নরের স্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে শহরটির মেয়র জেনিস দেগামো বলেন, ‘গভর্নর দেগামোর এ ধরণে💎র ম🅺ৃত্যু কাম্য নয়।’

গত ♎বছরের স্থানীয় নির্বাচনের পর থেকে অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। ৫৬ বছর বয়সী দেগামোর ওপর সর্বশেষ হামলার ঘটনা ঘটলো এটি।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস রাজনৈতিক মিত্র দেগামোর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রু𝐆তিও দিয়েছেন তিনি।

গত মাসে দেশটির সুপ্রি꧂ম কোর্ট দেগামোকে নেগ্রোস ওরিয়েন্টাল গভর্নর পদে সঠিক বিজয়ী ঘোষণা করেন। এর আগে অন্য আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

Link copied!