• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কিমের মনোরঞ্জনের জন্য প্রতিবছর ২৫ কুমারীকে বাছাই করা হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৪, ০৩:৩১ পিএম
কিমের মনোরঞ্জনের জন্য প্রতিবছর ২৫ কুমারীকে বাছাই করা হয়
ছবি : সংগৃহীত

কিম জং উনি আলোচিত উত্তর কোরীয় নেতা। প্রতিবছার নিজের মনোরঞ্জনের জন্য ২৫ জন কুমারীকে বেছে নেন উতജ্তর কোরিয়ার এই নেতা। আর তাদের নিয়ে বানানো হয় কিম জং উনের ‘প্লেজার স্কোয়াড’। ব্রিটিশ সংবাদমাধ্যম মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন উত্তর কোরিয়া♛ থেকে পালিয়ে আসা এক নারী।

চেহারার সৌন্দর্য ও রাজনৈতিক মতাদর্শ দেখে এ🔴সব কুমারীকে বেছে নেন কিম জং উন। ইওনমি পার্ক নামের ওই নারীকেও দুবার প্লেজার স্কোয়াডের জন্য বেছে নেওয়া হয়েছিল। কিন্তু বাবার ক্ষমতাবলে সে রক্ষা পা꧅য়।  

Kim Jong Un surrounded by women soldiers

মিররকে ইওনমি পার্ক জানায়, “স্কোয়াডের জন্য কুমারী বেছে নিতে কিমের প্রতিনিধিরা প্রতিটি ক্লাসরুমে খুঁজে। এমনকি স্কুলের আনা๊চে–কানাচে কেউ লুকিয়া থাকলেও রেহাই পায় না। কোনো মেয়েকে পছন্দ হয়ে গেলে তার পরিবারের অবস্থা ও রাজনৈতিক মতাদর্শ জানা  হয়।”

ইওনমি পার্ক দাবি করছে, কোনো মেয়ের পরিবারের কেউ দেশের বাইরে চলে গেলে বা দেশ𝄹ের বাইরে আত্মীয় থাকলে ওই মেয়েকে বেছে নেওয়া হয়𝔍 না। বেছে নেওয়ার পর প্রত্যেককে কুমারিত্ব পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আর এই পরীক্ষা খুবই ভয়াবহ অভিজ্ঞতা। শেষমেশ ২৫ জনকে নেওয়া হয় পিয়ংইয়ংয়ে কিমের মনোরঞ্জনের জন্য।

Link copied!