সার্বিয়ায় একটি রেলস্টেশনের ছাউনি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভ🧸ি সাদে এই দুর্ঘটনা ঘটে।
শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক♕ সংবাদমাধ্যম আল-জাজিরা।
নিহতদের মধ্যে ৬-৭ বছর বয়সী একটি শিশুও রয়েছে। এর আগে সার্বিয়ার সংবাদমাধ্যম ‘আরটিএস’ এর খবরে বলা হয় দেশটি স্বরাষ্ট্রমন্ত্রী🍒 আইভিকা ডেসিক জানান, শুক্রবার স্থানীয় সময় দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদের একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ধংসস্তুপের নিচে চাপা পড়েছে আরও ২ জন। তাদের উদ্ধারে ৮০ জনেরও বেশি দমকল কর্মী এবং উদ্ধারকারী দল অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার কয়েক ঘণ্টা পর সার্বিয়া🍷র প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক বলেন, “আমরা আশা করি, এটিই চূড়ান্ত সংখ্যা হবে (১৪ জনের মৃত্যু)। এর মধ্যে আমরা পাঁচজনকে শনাক্ত করতে পারিনি।”
আলেকসান্ডার ভুসিক আরও বলেন, “যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে সহায়তার জন্য আমাদের সবাইকে অবশ্যই একত্রিত হতে হবে এবং ক্ষতি কমাতে এবং যারা তাদের প্রিয়জনকে হারি🌳য়েছে, তাদের যতটা সম্ভব সাহায্য করার জন্য আমাদের সাধ্যমতো সবকিছু করতে হবে।”
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ৩ বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি আবার চালু হয়। ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অনেক লোক অꩵবস্থান করছিলেন।
এক বিবৃতিতে সার্বিয়ার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনের কিছু অংশের নির্মাণ কাজ এখনো চলছে। তবে ধসে পড়া🐭 যাত্র🐎ী ছাউনিটি মেরামতের অংশ ছিল না। তবে কী কারণে ছাউনি ধসে পড়েছে, তা এখনো জানা যায়নি।