শান্তিতে এ 💟বছর নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। নোবেল কমিটি নার্গিস মোহাম্মদীকে ‘মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে বলেছে, ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিতের লড়াইয়ের জন্য এ সম্মানজনক পুর꧋স্কারে ভূষিত করা হয়।
নার্গিস মোহাম্মদী𓄧 ‘প্রোপাগান্ডা ছড়ানোর’༺ অভিযোগে ২০১১ সাল থেকে ইরানে কারাবন্দী অবস্থায় আছেন। তিনি পেশায় একজন আইনজীবী ও নোবেল বিজয়ী শিরিন এবাদি প্রতিষ্ঠিত ‘হিউম্যান রাইটস সেন্টারের’ সহকারী প্রধান ছিলেন।
রীতি অনুযায়ীᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ অক্টোবরের প্রথম সোমবার চিকিৎসাবিজ্ঞানে পুরস্কারের মধ্য দিয়ে শুরু হয় নোবেল পুরস্কার ঘোষণা। এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন কারিকো ও ড্রু ওয়াইসম্যান। মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থে নোবেল পুরস্কার। এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন মার🌄্কিন বিজ্ঞানী পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের।
বুধবার ঘোষণা করা হয় রসায়নে। এ বিভাগে নোবেল পুরস্কার জেতেন যুক্তরাষ্ট্রের মুঙ্গি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং রাশিয়ার অ্যালেক্সি একিমোভ। সাহিত্যে নোবেল জিতেছেন নরওয়ের নাট্যকা🥀র ও লেখক জন ফসে।
৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানে অবদা🅰নের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে।
আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন প্রতিবছর ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাဣতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের একটি সনদ ও একটি স্বর্ণপদক𒐪 দেওয়া হয়। এ বছর থেকে পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার মার্কিন ডলার বাড়িয়ে ৯ লাখ ৮৯ হাজার ডলার করা হয়েছে (১১ লাখ ক্রোনা)।