জার্মানিতে এক সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুকধারী গুলি করে এক নারীকে হত্যা করেছে। এরপ🤡র সে নিজেক📖ে গুলি করে হত্যা করে।
পুলিশের বরাতে জার্মান সং💜বাদমাধ্যম ডয়চে ভেলে বলছে, মঙ্গলবার (৭ জুন) ফ্রাঙ্কফুর্টের উত্তরে ট্রেয়সা শহরে দুপুর ১টার কিছু🀅 পরে ঘটনাটি ঘটে। পুলিশ দ্রুত জনসাধারণকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, "এক ব্যক্তি প্রথমে মুদি দোকানে এক নারীকে গ⭕ুলি করে। তারপর সে নিজেকে গুলি করে। ঘটনার সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তির জড়িত থ🌜াকার ইঙ্গিত নেই। হত্যার পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহত বন্দুকধারীর বয়স ৫৮ বছর ও হামলার শিকার নারীর বয়স ৫৩। এই ঘটনায় কেউ আহত 🅘হননি। জনসাধারণের জন্য কোনো বিপদ ছিল ন😼া। অপরাধের ঘটনাস্থলটি এলাকা ঘিরে রাখা হয়েছে।
কর্মকর্তারা এই ঘটনার একটি ফৌজদারি তদন্ত শুরু করেছেন। ঘটনাস্থল🎶ে জরুরী পরিষেবাগুলো প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের জন্য๊ একটি সহায়তা কেন্দ্রও স্থাপন করেছে।