অভিবাসনবিরোধী একটি উগ্র সংগঠন মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পড়ানোয় টানা চতুর্থ দꦉিনের মতো বিক্ষোভ চলছে সুইডেনে।
এ ঘটনায় এ পর্যন্ত তিনজন আহত হয়েছে। অন্তত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিক্ষোভের মাঝেই আবারও কোরআন পোড়ানোর হুমকি দিয়েছে ✤;সংগঠনটি।
বিবিসি জানায়, সুইডেনের কট্টরপন্থী গোষ্ঠী স্ট্রাম কুর্স&nb🎐sp;বৃহস্পতিবার একটি কোরআন পোড়ায় এবং আগামী 🐭সমাবেশে আবারও একই পরিকল্পনার ঘোষণা দেয়।
সুইডেনের বাইরেও এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। সুইডেনের রাষ্ট্রদূতকে ডেক🔯ে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইরাক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়।
শনিবার রাতে মালমো শহরে কট্টরপন্থী সংগঠনটির বিরুদ্ধে প্রতিবাদে𓆉 নামেন মুসলিমরা। এই সংগঠনটি অভিবাস🐠ন ও ইসলাম-বিদ্বেষী বলে পরিচিত।
রাসমুস পালুডান নামের এক উগ্🗹রপন্থী নেতা এই দলটির নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে এর আগেও কোরআন পোড়ানো ও সহিংসতা ছড়ানোর অভিযোগ এসেছে। বর্ণবাদের দায়ে জেলও খেটেছে🔯ন কয়েক মাস।
শনিবার থ♔েকে সুইডেনের কয়েকটি শহর🍨ে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। স্টকহোমের, লিনকোপিন ও নরকোপিন শহরে উগ্রবাদীদের মিছিলের পর উত্তেজনা বাড়ে।
বিক্ষোভকারীরা এসময় গাড়িতে আগুন দেয় ও পুলিশের দিকে ইট-পাটকেল ছোঁড়ে। সংঘর্ষে অন্তত ১৬ জন পুলিশ আহত হয়েছেন। পুলিশের কয়🍸েকটি গাড়িরও ভাঙচ🅺ুর করা হয়েছে।