• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মুক্তগদ্য

বেহেশতে কে যাবে?


বুশরা আহমেদ
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ১২:৩২ পিএম
বেহেশতে কে যাবে?

আমি দীর্ঘ এক মাস রোজা রেখে অন্যকে গালিগালাজ করলাম, যখন যা মন চায় তা-ই করলাম, বললাম, যেমন পরনিন্দা, ঈর্ষা, অহম অর্থাৎ ইন্দ্রিয়জাত বা মানসিকসংযমের বারোটা বাজালাম, ক্ষুধার্তের যন্ত্রণা অনুভব করলাম না—সব মিলিয়ে সিয়াম সাধনার আগাগোড়া কিছুই না বুঝে শুধু খালি পেটে 🏅থাকলাম, তারপর সেহরি আর ইফতারে পেটপুরে খেলাম; বা ধরুন, আমার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি-প▨ায়জামা দিয়ে চলি, পাকা মৌলভীরূপে থাকি এবং রাস্তায় মেয়েদের পাশ দিয়ে যাবার সময় পছন্দমতো দেহাংশে গুঁতো দিই!

আর অন্যদিকে এক লোকএক মাস দূরে থাক, সারা বছর রোজা-নামাজ থেকে ১০ হাত দূরে থাকে, অথচ ঠিকই সে অনুধাবন করে  ক্ষুধার জ্বালা, তাই&n🅰bsp;সাধ্যমতো দুস্থের পাশে থাকে। সারা জীবন গালমন্দ, কূটচর্চা একেবারেই করে না এবং আবেগ ও কাজে সংযম বজায় রাখে। অর্থাৎ তাকে বিশেষ কোনোভাবে উৎকর্ষ অর্জনের চেষ্টা করতে হয় না (কেননা ঈশ্বর বা প্রকৃতি নিজেই তাকে আলো দান করেছেন), নিজের জীবন দিয়েই সে অন্যের জীবন ও সাꦅমষ্টিক জগৎকে উপলব্ধি করে।

তাহলে বেহেশতে কে যাবে?

প্রথম শ্রেণির মানুষ দেখেছি, বাহ্যিক ইবাদতকেই ধর্মীয় কাজ বলে নিশ্চিত থাকে।তাদের অনেকের ধারণা তারা বেহেশত পেয়ে গেছে! আমার খুব জানতে ইচ্ছে ক🌼রে,&nb꧑sp;তারা কি সৃষ্টিকর্তাকে এতটাই বোকা ভাবে? তিনি যে অন্তর্যামী, সেটা কি ওই লোকেরা বুঝতে পারে না?

আর দ্বিতীয় শ্রেণির মানুষের&nbs🐎p;সংখ্যাও নেহাত কম নয়। তারা কী পাবে তারা জানে না। আমার জানতে ইচ্ছে করে ত🌞ারা বেহেশত না জাহান্নাম—কোনটা পাবে তারা?

Link copied!
JeetBuzz
৳1,077 Slot & Fishing Bonus
18+ | Play Responsibly | gamblingtherapy.org | T&Cs Apply
  • Industry-leading odds and gameplay
  • 24/7 professional customer service team
  • Diverse and rich promotional bonuses
Show More
Jeetbuzz - Where Bangladesh Bets and Wins! As the trusted and internationally recognized betting platform, we combine legal integrity with a thrilling variety of casino games to deliver the ultimate gaming experience for cricket enthusiasts. Join us for secure bets, unbeatable offers, and top-notch customer service that sets us apart