• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খ্যাত-বিখ্যাত


মাহবুব সাঈদ মামুন
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৭:৩৪ পিএম
খ্যাত-বিখ্যাত

দুর্বার মনোবাসনা জাগে মনে
দ্রুত গতিতে চলা মন বলে 
খ্যাত-বিখ্যাত হই আমি।

আমিই শ্রেয়, আমিই সেরা
ভেবে সুখ পায় মানুষ
প্রভাব, প্রতিপত্তি চায় মানুষ 
মনোজগৎ যশ আর লাভ-ক্ষতির তীব্র কামনা-বাসনা।

জাহির করা মনের প্রবল প্রবণতা,
জিন-হরমোনের প্রভাব,
নাকি  বুদ্ধিমত্তা? 
কে চালায়, নির্দেশ দেয় ‘আমি’ নামক আমাকে!

কারো সাথেই কারোর মিলে না মনের, 
কিছু নেই শেষে, বলে চেতন-অবচেতন মন,
শেষ হয়ে যায় সবই আমি-তে,
আমি-র তাই বিশাল ক্যানভাস জীবনে।

কে কাকে, জগতে জীবনে মনে রাখে
সময় বা অসময়ের স্রোতে? 
সবই মূল্যহীন শেষত : নিরর্থকতার জীবনে,
শুধু কিছুক্ষণের আত্মতৃপ্তি ছাড়া।

Link copied!