• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হাওয়ায় মিলিয়ে গেছে ভালোবাসারা


মাহবুব সাঈদ মামুন
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০৩:৩৯ পিএম
হাওয়ায় মিলিয়ে গেছে  ভালোবাসারা

আদিম ভাবের খেলায় সেদিন আমি মেতেছিলাম
প্রাণময় প্রেমের বন্য আদিমতায়
দেহ-মন বিলিয়ে দিয়েছিলাম সেথায়,
ভালোবাসার ছন্দের কারিগর হয়েছিলাম সেদিন,
শব্দের মাতম ঢেউয়ের উতালপাতাল উচ্ছ্বাস যেন উতলে পড়েছিল,
ভাবের লেনাদেনা খলখল— ছলছল করেছিল প্রেমের জোয়ারে।
তারপর সেই প্রেম, সেই ভাব থিতিয়ে পড়েছে মরা গাঙে,
ম্লান হয়ে নুঁয়ে পড়েছে যেন লজ্জাবতী লতার মতো।
গাঙের পানির প্লাবন এখানে আর বইছে না
ঝরনারা কলকল করে সুর করে না
বুনোহাস-ডাহুক, শঙ্খচিল এখানে আর আসে না,
কিচিরমিচির করে না বুনোপাখির ঝাঁক,
শুকিয়ে গেছে সব জলধি-জলধারা
সবুজেরা আর হাতছানি দেয় না এখানে,
ছন্দ হারিয়েছে জীবনের গান, সুর, লয় আর নৃত্যের তালের,  
মন-প্রাণ, প্রাণের আকুতি, ভাবের মিলন থেমে গেছে
তাই হাওয়ায় মিলিয়ে গেছে ভালোবাসারা।

Link copied!