বসন্তের আগমনী গানে চারিদিকে ফুটেছে শিমুল
ভ্রমর মৌমাছি গুঞ্জিত কুঞ্জবনে
🏅 মন হয়েছে ব্যাকুল
শিমুল সুখের পর পরাগায়ন হৃদয়
পেতে মরিয়া লক্ষ কোটি
মৌমাছি ভ্রমর শালিক বুলবুলি টিয়া শামুকখোল
শিমুল তনু মনে কুয়াশা চাদর সরিয়ে পারিজাত ফুলে ফুলে সাজিয়েছি ইন্দ্রধনু &🅷nbsp;
যাযাবর বিবাগী চকোর মৌমাছি মনে
চিরকালই চেয়েছি
শিমুল মনের স্থায়ী ঠিকানা।
শিমুল ফোটা হাসিতে সকালে হাসে ললিত অন্তরা
অভিমানি হৃদয়হীন দুপুরে ভাঙে একতারা দোতারা
বিদায়ী শুভেচ্ছা জানিয়ে রবিও
অতিশয় আনন্দ মনে ছেড়েছে আমায়
ছয় রাগ ছত্রিশ রাগিনি তানপুরা সেতার এস্রাজ বেহলা মালকোষ
করুণ নিশীথ রজনী কেঁদে কেঁদে
&🤪nbsp;  ♓; এখনো ঘুমায়
হৃদয় বসন্তবনে আগাম ফোটা শিমুল
কী জানে?
আরও কতোটা বসন্ত পেরিয়ে গেলে
পর পরাগায়ন সলজ্জ দুটি
শিমুল চোখ তাকিয়ে ডাকবে আমায়?