এখানে বন্দুকের নলে বসে লেখা হয় বাংলা কবিতা
এখানে দশকান্তিক দাঙ্গায় ডেকে নেয় কবিকে কমঠ
প্রেম-পদ্যে নায়িকারা শুভ্র সেবিকা, দক্ষ মনোবিদ
হৃদয়ক্ষতে বিলি কেটে সান্ধ্য নির্জন কাটে শুশ্রূষায়,
বেঠোফেন নয়, আশ্লেষ-আবহে বাজে মিলিটারি বুট।
পারস্পরিক অবিশ্বাস ধুয়ে মুছে শুকোতে শুকোতে
বেলা যায়। ভেরী হয়ে, তুর্য হয়ে বাজা হয🐼় না আর।
জাদুকরী নিসর্গ ঢেকে যায় বিস্ফোরিত ধোঁয়ার বাস্তবে
তাল কেটে গেছে, ভুল ছন্দে মাত্রাসাম্য ভুলেছে সময়।
আলো ও আলপনাহীন আমাদের যাবতীয় লেখালিখি
এই স্বগতোꩵক্তির স্তূপে বৃথাই খুঁজছো তুমি কবিতাসুষমা!