• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিরহী ইতিহাস


রাজীব কুমার দাশ
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০১:৪৩ পিএম
বিরহী ইতিহাস

একদিন, বেলা অবেলা পেরিয়ে
ভীষণ কালকেউটে কালবেলা
পূর্ণগ্রাস স্মৃতিগুলো আহুতি দিতে দিগ্বিদিক 🎉ছোটাছুটি 𝓡করবো

ছুটে যাবো কারোর না কারোর
হৃদয়ের কাছাকাছি।

আমি জানি
বেদনার ছোঁয়াচে কোয়ারেন্টাইন
হৃদয়টা কেউ ছুঁয়ে দেখবে চাইবে না

পালিয়ে যাবে
সুসময় সুষম হৃদয়ের নিরাপদ সীমান্ত সীমারেখা মনে থাকা হৃদয়ের
অতন্দ্রিলা প্রহরী
কখনো সতর্ক বার্তা কখনও চিরকুট কখনওবা বাকপটু
কথামালা চালাচালি করে
আমার হৃদয়টা ছিনিয়ে নিতে
সীমান্ত স্নাইপার যুদ্ধ চালিয়ে আমাকে ভরসা কোমায় ঘুম পাড়িয়ে
‘চিরদিনই আমি একমাত্র তার
যুগে যুগে সবাই আমার’ হৃদয়ে  থিয়েটার নাটক সিনেমা
বানিয়ে হৃদয়টাকে সবার
সুখের একটি স্থায়ী পোস্টাল কোড
ঠিকানা দিয়ে সেই যে বঙ্গদেশের
‘রঙ্গযাত্রা লললা নাট্যদল’ চলে গেল
কখনও খুঁজে পাইনি।

আমি তো শিমুলের কাছে বেশি কিছু চাইনি
চেয়েছিলাম বসন্তের আগমনী গান
স্বপ্ন মাখা চলমান সুর
নিঝুম রাত নিরালা দুপুর
দখিনা বাতাস
বুকে লেগে থাকা শিমুলের ঘ্রাণ।

আমি জানি
ছোঁয়াচে বেদনার কোয়ারেন্টাইন মন হৃদয় কেউই ছুঁয়ে দেখবে না
কোনোদিন

অসংখ্য আগামী প্রতিদিনের ছাপাখানা
ইতিহাসের পাণ্ডুলিপি মনে
শিমুলের লেগে থাকা ঘ্রাণে
আমি হবো

বিরহী ইতিহাস।

Link copied!