বলিউডের লাভবার্ড রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। প্রকাশ্যেই অনেকবার দীপিকা পাড়ুকোনের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন রণবীর সিং। দীপিকার জন্য যে কোন কিছু করতেও রাজি তিনি। অন্যদিকে, দীপিকা সেরা স্বামী বলে অভিহিত করেছেন 💙রণবীরকে। রণবীরের সব কিছু পছন্দ হলেও, একটি বিষয় দীপিকার ভীষণ অপছন্দ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সে সম্পর্কে বলেছেন দীপিকা।
দীপিকা ওই সাক্ষাৎকারে বলেছেন, ‘‘রণবীরের সব কিছুই আমার পছন্দ। শুধু একটি বিষয় বাদে। ও খুব তাড়াতাড়ি খাবার খায়। ওর এই স্বভাবটা আমাকে খুব বিরক্ত করে। আমি একটু খেতে না খেতেই ওর খাওয়া শেষ হয়ে যায়। এছাড়া ও আমাকে খুব বেশি বিরক্ত করে না।’’
স্বামীর কোন স্বভাব দীপিকাকে এখনও মুগ্ধ করে এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন দীপিকা। এমন প্রশ্নে তার উত্তর, ‘রণবীর খুবই সংবেদনশীল একজন মানুষ। ও সবার কথা ভাবতে পারে।’
সঞ্জয় লীলা বানশালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র স﷽েটে ২০১২ সালে শুরু হয়েছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমের গল্প। ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।