• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিরতির পর পর্দায় ফিরছেন জ্যোতিকা জ্যোতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৩:০২ পিএম
বিরতির পর পর্দায় ফিরছেন জ্যোতিকা জ্যোতি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি একসময় পর্দায় ছিলেন নিয়মিত। কিন্তু এখন তেমন একট✨া দেখা যায় না। তার অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছর। দীর্ঘ এক বছর বিরতির পর পর্দায় ফিরছেন মিষ্টি চেহারার এই অভিনেত্রী।

জ্যোতিকা জ্যোতি নতুন সিনেমার নাম ও গল্প এখনই সামনে আনেননি। কিন্তু এই সিন♔েমার প্রধান চরিত্র যে তিনি করছেন, 🍸তা নিশ্চিত করেছেন।  

অভিনেত🃏্রী জানান, ‍‍ “আপাতত চলচ্চিত্রটির নাম বলা বারণ, সব ঠিকঠাক থাকলে এটি হবে আমার ১২তম চলচ্চিত্র। আমার বাকি সব চলচ্চিত্রের মতো এটিও আপনাদের পছন্দ ও প্রশংসার দাবিদার হবে বলেই আমার বিশ্বাস। শিগগিরই বিস্তারিত জানাব।‍‍”

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায়♌। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ সিনেমায় অভিনয় করেছিলে♓ন।

পরে জ্যোতি অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত্💟র দুটি মুক্তি পায়। জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ছিল ‘ব্রেকআপ’।

বর্তমান তার হাতে রয়েছে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামে আর⛎ও একটি চলচ্চিꦦত্র।

Link copied!