• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গণিত মানুষকে প্রতিবন্ধী করে দেয়: জাহ্নবী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২২, ০৩:১৪ পিএম
গণিত মানুষকে প্রতিবন্ধী করে দেয়: জাহ্নবী

বলিউডের তারকা জাহ্নবী কাপুর। মা শ্রীদেবীর পথ ধরেই বলিউডে এগিয়ে যাচ্ছেন তিনি। আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘গুডলাক জেরি’। এই সিনেমার প্রচারেই এখন ব্যস্ত সময় পার করছেন অভিনেতꩵ্রী।

তবে সিনেমার প্রচারের মধ্যেই এ🌟ক মন্তব্যের জন্য সম্প্রতি আলোচনায় এসেছেন জাহ্নবী। তার দাবি, গণিত কোনো কাজে আসে না। বরং এটা মানুষকে প্রতিবন্ধী করে দেয়!

স্কুলজীবনে𝓀র কথা মনে করে জাহ্নবী বলেন, “আমি শুধু ইতিহাস ও সাহিত্য পড়তে ভালোবাসতাম🌄। তাতে ভালো ফলও করেছি। কিন্তু অঙ্ক মাথায় ঢুকত না। আমি আজও বুঝি না, অ্যালজেবরা কী কাজে লাগে!”

জাহ্নবীর দাবি, “সাহিত্য, ইতিহাস মানুষকে সমৃদ𓄧্ধ করে। স🌜ংস্কৃতিমনস্ক করে তোলে। কিন্তু গণিত? তা তো মানুষকে প্রতিবন্ধী করে।”

জাহ্নবীর এই মন্তব্য নিয়ে গণিতসংশ্লিষ্টরা ব্যাপক সমাল🐠োচনা করছেন। তবে অনেকের মতে, মজার ছলেই এই কথা বলেছেন তিনি।

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন জাহ্নবী। এরপর তাকে দেখা গেছে ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ এবং নেটফ্লিক্স অ্যান্থলজি ‘ঘোস্ট স্টোরিজ’-এরꦦ মতো সিনেমায়। ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘গুডলাক জেরি’

 

Link copied!