অভিনয়ের বাইরে ভিন্ন ধরনের কাজ করে প্রায় সারা বছরেই আলোচনা-সমালোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। এবার এক নারী 🌱ভক্তের মায়ের সঙ্গে সেলফি তুলে ফের আলোচনায় এসেছꦗেন তিনি।
বুধবার (২০ ডিসেম্বর) গোপালগঞ্জ🔯ের টুঙ্গিপাড়ায় নৌকার পক্ষে প্রচারে নেমে ভক্তের মায়ের সঙ্গে স꧒েলফি তুলেন জায়েদ খান।
এদিন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড বাজারে নৌকার পক্ষে প্রচার চলাকালে এক মেয়ে ভক্তের মায়ের কাছে নৌকায় ভোট চান জায়েদ খান। এসময় নায়ককে উদ্দেশ🍌্য করে ভক্তের মা বলেন, 💎`“আমার মেয়ে আপনার অনেক বড় ভক্ত।” এরপর সেই মায়ের অনুরোধে সেলফি তোলেন জায়েদ খান।
এর আগে বুধবার বেলা তিনটার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান জায়েদ খান। আওয়ামী লীগের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া উপকমিটির পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সংগঠনটির সভাপতি মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হ☂য়।