• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গার্মেন্টসকর্মী সম্বন্ধে তোমার ধারণাই নাই : অনন্ত জলিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ০৬:৫৮ পিএম
গার্মেন্টসকর্মী সম্বন্ধে তোমার ধারণাই নাই : অনন্ত জলিল

‘গার্মেন্টস কর্মীদের ভাড়া করে এনে🎃 সিনেমা দেখাচ্ছেন অনন্ত জলিল’ এমন 🥂অভিযোগের কড়া জবাব দিলেন এই নায়ক ও প্রযোজক।

অভিযোগের পর অনেকটা রাগান্বিত হয়ে অনন্ত জলিল বলেন, “যে এই কথা বলেছে, তার বাবা ভাড়া করে নিয়ে আসছে। এই যে ছোটলোকরা বলে,🐷 গার্মেন্টসকর্মী; আরে ছোটলোক গার্মেন্টসকর্মী সম্বন্ধে তো ♔তোমার ধারণাই নাই।’

অভিনেতা অনন্ত বলেন, “ছোটলোক൩ কোথাকার, এটা বলো কেন? এই কারণে আজকে আমি রাগ হচ্ছি। এই যে বর্ষা, মধুমিতা হলেඣ ‘দিন-দ্য ডে’র সময় কেঁদে ফেলেছিল, এই কথার কারণে।”

এর আগে রোববার (২৩ এপ্রিল) দর্শক ও ভক্তদের সঙ্গে দেখা করতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে যান অনন্ত জলিল। সঙ্গে ছিলেন তার স্ত্রী ‘কিল হিম’ সিনেমার নায়িকা বর্ষা। অভিযোগ ওঠে, সেখানে অনন্ত জলিলের ভাড়া করা লোকজন সাংবাদিকদের গায়ে হাত তোলেন। এই বিষয় নিয়ে অনন্ত জলিল বলেন, “আমার সারারাত অনেক কষ্ট লেগেছে। কালকে রাতে যখন আমি অনেকের কাছ থেকে শুনেছি যে, সাংবাদিক ভাইদের গায়ে হাত তুলেছে, সাংবাদিক বোনদের গায়ে হাত তুলেছে। আপনারা আধা ঘণ্টার মতো বসুন্ধরার ফুড কোডে ছিলেন। বর্ষাকে আপনারা ক্যামেরায় দেখেন নাই। কেন দেখেন নাই? ওকে চার-পাঁচটা মেয়ে ঘেরাও করে ধরে রেলিংয়ের ওখানে রেখে দিয়েছে। কারণ এতো লোক আসছে, এর ভেতরে কে বা কারা কী করেছে সেটা আপনারা জানতে 🍎পারেন।”

Link copied!