• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘ভবিষ্যতে এরকম স্পর্শকাতর বিষয়ে আরো দায়িত্বশীল থাকবো’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৬:০০ পিএম
‘ভবিষ্যতে এরকম স্পর্শকাতর বিষয়ে আরো দায়িত্বশীল থাকবো’
অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবি: ফেসবুক থেকে

ছোট পর্𓃲দার নতুন মুখ অভিনেত্রী সাদিয়া আয়মান। একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ে বেশ আলোচনায় আসেন।  সেই আলোচনার রেশ কাটতে না কাট🌊তেই নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে হঠাৎ ফেইসবুক লাইভে আসেন সাদিয়া আয়মান। তিনি নিজের বাসাতেই অবস্থান করছিলেন, কিন্তু তার চোখে-মুখে ছিল আতঙ্ক। সেখানে তিনি তার সঙ্গে হওয়া কিছু ভৌতিক ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। গত ꦏকয়েকদিন ধরে কালো অবয়বের কেউ তার পিঁছ🐻ু নিচ্ছে এবং একাধিকবার বাসার নিচে দাঁড়িয়ে থাকার কথা জানান সাদিয়া।

ভিডিওতে ব্যালকনি থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কালো অবয়বও দেখানোর চেষ্টা করেন তিনি। কথার বলার সময় কাঁপছিলেন তিনি। এমনকি এক পর্যায়ে কান্নাও শুরু করে দেন। এরপর হঠাৎ লাইভটি কেটে যায়। অভিনেত্রীর জন্য নেটিজেনরা চিন্ত♍িত হয়ে পড়েন। নানা কমেন্ট আসতে থাকলে সাদিয়া আয়মান তার ফেইসবুক ডিএকটিভেট করে রাখেন।

পরে জানা যায়, পুরো ঘটনাই নাকি ছিল তার নুতন ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। এ তথ্য জানার পর অনেকেই সাদিয়ার সমালোচনা শুরু করেন। সিনেমার প্রচারের জন্য এ ধরনের বিভ্রান্তি ছড়ানো কতটা নৈতি💝ক, সে প্রশ্নও তোলেন অনেকে।

বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, ‘আশা করি প্রিয়জনের সাথে ভাল আছেন। দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কন্টেন্ট প্রমোশনের লাইভ নিয়ে আমার উপরে একটু রাগ বা অভিমান হয়🅰েছে বুঝতে পারছি। সত্যিকার অর্থে লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।’

তরুণ এই অভিনেত্রী আরো লিখেন, “আপনারাই আমার ভালবাসার জায়গা, তাই মনে হলো কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সাথেই শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মনপ্রাণ দিয়ে পারফর্ম করি, তবে কি অভিনয় করবো, কি ডায়লগ হবে তা চূড়🔯ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মাণ সংশ্লিষ্ট সকলে মিলে, এটা শিল্প🌟ীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না। আবার রিলিজের সময়েও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করেন দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলেই প্রমোশনে অংশ নেই- যেমনটি অনেক কষ্ট করে শ্যুটিং শেষ করি। কনটেন্ট শ্যুটিং থেকে শুরু করে রিলিজের আগ পর্যন্ত টিমকে কো অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।”

সাদিয়া  আয়মান আরও লিখেছেন, “এই হরর জনরার কন্টেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে না করলেও, তারা একই ধরনের প্র꧟মোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করেছে বলার পর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০ মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টারও দিয়ে দেয়া হয় যাতে আপনারা বুঝতে পারেন এটা একটি ফিল্মের প্রমোশন।”

সবশেষে এই অভিনেত্রী লিখেন, “🃏কমেন্ট আর শেয়ারে আমার প্রতি আপনাদের দুশ্চিন্তা এবং ভালবাসার এই প্রকাশ আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এরকম স্পর্শকাতর বিষয়ে আরো দায়িত্বশীল থাকবো। পুরো বিষয়টি নিয়ে দর্শকরা আমার প্রতি যে সহানুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন তাতে সত্যিই আমি কৃতজ্ঞ। ভালো🃏 থাকবেন।”

মূলত দিপ্ত প্লে’র একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন সাদিয়া আয়মান। ‘বিভাবরী’ শিরোনামের সেই🦹 ফিল্মটি শিগগিরই আসছে দীপ্ত প্লে’তে। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে। সেই ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবেই সাদিয়ার এই ‘ফেসবুক লাইভ’ নাটক।

Link copied!