কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ৫ আগস্ট মারা গেছেন সিনেমার আলোচিত প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান। ছাত্র ও জনতার এই আন্দোলনের চাপে পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছাড়েন। পদ থেকে সরে দেশ 🌸ছেড়েছেন এ খবর পাওয়া মাত্রই এক বিজয় উল্লাসে মাতে সারাদেশের মানুষ। এরই মধ্যে ঘটে যায় বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এদিন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে ন♏িহত হন। এ খবরে স্তব্ধ হয়ে যান অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেব।
ভারতীয় গণমাধ্যমের দেব বলেন, `আমার তো বি♈শ্বাসই হচ্ছে না। খুবই খারাপ খবর। তবে শুধু এই ঘটনা নয়। বাংলাদেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি চাইব ওপার বাংলায় শান♌্তি ফিরে আসুক। সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়।`
উল্লেখ্য, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গ🔯ে 🦋টালিউডের দেব থেকে অঙ্কুশ, বনিদের যোগাযোগ ছিল। ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কাজ করার কথাও ছিল তার। এ ছাড়া তার ছেলে শান্তর সঙ্গে সিনেমা করেছেন কৌশানী মুখার্জী ও শ্রাবন্তী চ্যাটার্জি। শাপলা মিডিয়ায় প্রযোজিত ‘কম্যান্ডো’ ছবিতে অভিনয় করেছিলেন দেব। যদিও এই ছবি মুক্তি পায়নি।
এদিকে ဣরাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ছিলেন সেলিম খান। তার পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের🐎 আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাই-তে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান।