অভিনেতা ও গীতিকার মারজুক রাসেল নামের একটি ফেসবুক পেজ থেকে সরকারি চাকরিতে ‘কোটা𓃲 সংস্কার’ আন্দোলনের পক্ষে ও সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা এবং সরকারবিরোধী নানা পোস্ট শেয়ার ༺করা হচ্ছে। যা দ্রুতই ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়।
কিন্তু ভাইরাল হওয়া সেই পেজটি মারজুক রাসেলের🔯 নয়। তার নাম আর ছবি ব্যবহার করে কেউ এমনটা করছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
রোববার (২৮ জুল🍬াই) বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে রাজধানী🤪র ডিবি কার্যালয়ে যান তিনি।
এ সময় উপস্থিত সাংবাদিকদের মারজুক রাসেল বলেন, “বেশ কয়েকদিন ধরে আমার নাম ও ছবি ব্যবহার করে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার 🃏সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি।”
মারজুক রাসেল আরও বলেন, “যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবনযাপনের ধরণ সম্পর্কে যারা ডিটেইলে জানেন, তারা 𓄧ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড।”