চলচ্চিত্র শিল্পী সমিতির নির্♎বাচনে নিপুণদের সভাপতি হয়ে নির্বাচন করবেন চলচ্চিত্রের সোনালি দিনের অভিনেতা মাহমুদ কলি। রোববার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিকেলে এফডিসির শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানায় শিল্পী সমিতির সদস্যরা। এসময় নিপুণের পাশেই ছিলেন অভিনেতা মাহমুদ কলি। সন্ধ্যার পর শিল্পী সমিতির কার্যালয়ে নিজের প্যানেলের সভাপতির নাম ঘোষণা করেন নিপুণ।
এসময় মাহমুদ কলি বলেন, ‘১৯৮৪ সালে চলচ্চিত্র শিল্পী সমিতি গঠনের সময় থেকে আমি এই সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। অতীতে অভ🌳িনয়ের পাশাপাশি চলচ্চিত্র, শিল্পীসহ শিল্পী সমাজের পাশে আমি ছিলাম। এছাড়া অতীতে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনে আমি জয়ী হয়েছিলাম। সেই সময়ও আমার সাধ্যমত দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বর্তমানে আমি অভিনয় থেকে দূরে আছি- তার মানে এই নয় যে শিল্পী সমিতি বা শিল্পী সমাজ থেকে আমি দূরে আছি। আজ আমি এখনে এসেছি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে থেকে এই সমিতিকে ভালো পর্যায়ে নিয়ে যেতে।’
তিনি আরও বলেন, ‘এর আগে আমি দুইবার এই সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের পদে ছিলাম। আবার এসেছি। চলচ্চিত্রের অন্য সংগঠন ও সরকারের সঙ্গে সম্পর্ক কর🎀ে দেশের সিনেমাকে এগিয়ে নেওয়াই হবে আমার মূল লক্ষ। এছাড়া সমিতির পদ নিয়ে যে সংকট তৈরি হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তার সমাধান চাই। জানি আমাদের অনেককিছু সীমিত, সেটা নিয়ে ভয়ের কিছু নাই। যা আছে তাই নিয়ে সিনেমার উন্নয়নে কাজ করবো।’
সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে আরেক প্যানেল মিশা সওদাগর ও ডিপজল।