• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এ আর রাহমানের তিন সন্তান কে কী করেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ১০:৪০ এএম
এ আর রাহমানের তিন সন্তান কে কী করেন
এ আর রহমান-সায়রা বানুর সঙ্গে এক বিয়ের অনুষ্ঠানে তিন সন্তান। ছবি: সংগৃহীত

ভারতীয় অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রাহমানের দীর্ঘ ২৯ বছরের সংসার ভাঙছে। তিক্ত সম্পর্কের জেরেই নাকি অস্কার প্রাপ্ত সু🃏রকারের স্ত্রী এমন সিদ্ধান্ত নিতে বাধ্য🦩 হয়েছেন। এই খবর  ভারতী সংবাদমাধ্যমে জানিয়েছেন তার স্ত্রী সায়রা বানুর আইনজীবী। পাল্টা পোস্ট করেন রাহমান নিজেও । হঠাৎ এমন খবরে হতবাক বিনোদন দুনিয়া।

এদিকে বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে প্রতিক্রিয়া  করেছেন সন্তানরা। রাহমান ಞও সায়রা তিন সন্তানের বাবা-মা। দুই মেয়ে খাতিজা, রহিমা ও ছেলে আমিন রয়েছে তাদের ঘরে। খাতিজা এখন বিবাহিত। রহিমা ও আমিন অবিবাহিত।

তবে সন্তানেরা কে কী করেন, তা নিয়ে অনেকে আগ্রহী। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জা♋না গেছে খাদিজা, ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚরহিমা ও আমিন তিনজনই বাবাকে অনুসরণ করে সংগীতের সঙ্গে রয়েছেন।

এর মধ্যে খাদিজা রহমান সবচেয়ে পরিচিত। ২০১০ সালে সায়েন্সꦦ ফিকশন সিনেমা ‘রোবট’ দিয়ে প্লꦏেব্যাকে অভিষেক ঘটেছে খাদিজার। এর বাইরে বেশ কয়েকটি তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বাবা এ আর রাহমানের সঙ্গে টাইটেল ট্রাক করেছেন খাদিজা।

২০১৯ সালে আইরিশ ব্যান্ড ‘ইউটু’র সঙ্গে গেয়েছেন খাদিজা। ২০২৩ সালে খাদিজার প্রথম অ্যালবাম ‘কুহু কুহু’ প্রকাশিত হয়েꦜছে।

২১ বছ💞র বয়সী আমিনও প্লেব্যাক গায়ক ও সুরকার হিসেবে পরিচিত। ২০১৫ সালে তামিল সিনেমায় গায়ক হিসেবে অভিষেক ঘটে আমিনের। বেশ কয়েকটি সিনেমা ও মিউজিক ভ𓃲িডিওতে কাজ করেছেন তিনি। এ আর রাহমান ও সায়রা বানুর আরেক মেয়ে রহিমাও সংগীতের সঙ্গেই আছেন।

Link copied!