‘দু♛ই বছরের মধ্যে আমরা এফডিসিকে একটু এগিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ, ২০২৪ সালের ঈদে আপনারা দেখবেন বাংলাদেশে বিশাল একটা জোয়ার বয়ে যাচ্ছে’ বলে জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে চিꦍত্রনায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নিপুণ বলেন, ‘‘আমি নির্বাচন থেকে যা কিꦆছু বলে এসেছি সেটা কিন্তু আমরা ꧅করছি। আগে সিনেমার ফাউন্ডেশনটা নষ্ট ছিল। যা আমরা ঠিক করেছি। সবসময় ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। এটা ঠিক থাকলে সিনেমার অবস্থা ভালো হবে।’’
সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে এই অভিনেত্রী বলেন, ‘‘এখন কেন সিনেমা ভালো হচ্ছে। এর আগে ভালো সিনেমা হয়নি? আগেও ভালো সিনেমা হয়েছে। তবে স🃏িনেমার ফাউন্ডেশন ভালো ছিল না। যা এখন ঠিক হয়েছে। এস❀বের জন্য আমরা কাজ করছি। ২০২৪ সালের ঈদে আপনারা অনেক বড় কিছু দেখতে পাবেন।’’
সরকারি অনুদানে সিনেমা নির্মাণের বিষয়ে নিপুণ বলেন,‘‘অনুদান বলে কোনো কথা নꦜেই। সিনেমা, সিনেমাই। আপনি কিভাবে উপস্থাপন করবেন সেটি আপনার দায়িত্ব। অপু ভালো ভাবে তার সিনেমাটা উপস্থাপন করেছেন। অনুদানে যে টা🐓কা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি খরচ করে অপু এটি নির্মাণ করেছেন।’’
অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঈদে। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এ সিন✤েমা প্রযোজনাও করেছেন তিনি। মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস, লায়নসহ দেশের ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।