• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘যেভাবে আমাকে ৭ বছর বোবা করে রাখা হয়েছে, তা বর্ণনাতীত’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০১:১০ পিএম
‘যেভাবে আমাকে ৭ বছর বোবা করে রাখা হয়েছে, তা বর্ণনাতীত’
সংগীতশিল্পী কনকচাঁপা। ছবি: ফেসবুক থেকে

‘যেভাবে আমাকে ৭ বছর বোবা করে রাখা হয়েছে, তা বর্ণনাতীত’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। গণমাধমে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করꦯেন তিনি। কোটা আন্দোলনে সꦗরব ছিলেন বরেণ্য এই শিল্পী। শেখ হাসিনার দেশ ছাড়ার মুখ খুলেছেন এই সংগীতশিল্পী। জানিয়েছেন গান থেকে দূরে থাকার কথা।

কনকচাঁপা বলেন, “আমি বিগত ৭টি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, তাতে মোটেই ভেঙে পড়িনি। আমি সবসময় হাসিখুশিღ থেকেছি। কখনো কাঁদ෴িনি। কখনো হতাশ হইনি। সমস্যা এসেছে, কিন্তু কারো কাছে অভিযোগ করিনি।”

কনকচাঁপা আরো বলেন, “আমাকে ৭ বছর যেভাবে বোবা করে রাখা হয়েছে, তা বর্ণনাতীত। আম🍎ি কোনো কিছু লিখতে পারতাম না। শুধু তাই নয়, আম♊ি গান গাইতে পারিনি। একজন শিল্পী যদি গান গাইতে না পারে, তার বোবা হয়ে যাওয়াই ভালো। কিন্তু আমি এত কিছুর পরও আশা হারাইনি।”

তিন দশকেরওꦑ বেশি সময় ধরে গান করছেন কনকচাঁপা। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রের তার গাওয়া গানের সংখ্যা ৩ হাজারেরও বেশি। ৩৫টিরও বেশি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। কনকচাঁপার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘অনেক সাধনার পরে’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘যে প্রেম স্বর্ণ থেকে এসে’ উল্লেখযোগ্য।

একটা সময় সিনেমার গান মানেই ছিল জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপার কন্ঠ। শুধু সিনেমার গানেই নয়, অ্যালবামেও ছিল তার আধিপত্য। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকার পরও হঠাৎ গানে অনিয়মিত হয়ে পড়েন তিনি। সংগীতাঙ্গন থেকে নিজেকে আড়াল করে নেন কনকচাঁপা।
 

Link copied!