মুক্তির পরেই দক্ষিণী সিনেমা পুষ্পা সারা ফেলেছিলো পুরো ভারত꧑বর্ষে। ২০২১ সালে🌠 মুক্তি পায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও কেরালা ক্রাশখ্যাত রাশমিকা মানদানা অভিনীত সিনেমা পুষ্পা। এরপরই দুই বাংলায় সিনেমাটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এ সিনেমার ব্যাপক সাফল্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির গতিপথ পাল্টে দেয়।
এর পরে নির্মাতারা বহু প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ - এর বিভিন্ন আপডেট দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ছবির শেয়ার করা একটি বিশেষ ভিডিওর পর এবার পুষ্পার প্রধান অভিনেতা আল্লু অর্জুন নিজের একটি পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে আল্লুকে দেখে চেনার কোনো উপায় নেই যে এটি পুষ্পার সেই আল্লু অর্জুন꧑♒।
আল্লু অর্জুনের ভ্যারিফাইড ইন্ট্রাগ্রাম অ্যাকাউন্টে পোস্টারটি শেয়ার করে এই অভিনেতা লেখেন, “হ্যাশট্যাগ পুষ্✱পা-২ দ্যা রুল বিগেন্স!!!”
এ ছবিতে নতুন লুকে দেখা যাবে এ দক্ষিণী সুপারস্টারকে। আল্লুর শেয়ার করা ছবিতে তাকে দেখা য়ায়, শাড়ি, গহনাতে মোড়ানো। তার গলায় রয়েছে লেবুর ও ফুলের মালা। একই সঙ্গে মুখের রঙ সম্পূর্ণ অচেনা করে তুলেছে তার লুক। এবং তার হাতে একটি বন্দুক ধরে থাকতে দেখা গেছে।
নেটিজেনরা অনেকেই নতুন এ লুকে আল্লুকে প্রথমে চিনতেই পারেননি। আল্লুর এ পোস্টার সামনে আসার পর থেকেই দর্শকরা মনে করছেন যে এ সিনেমা আগামী দিনে বাজি 🐬পাল্টে দিবে। পুষ্পা টু-এর পরিচালনা করবেন পরিচালক সুকুমার বন্দরেড্ডি।