• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দক্ষিণ কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০৫:৩৯ পিএম
দক্ষিণ কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

দক্ষিণ কোরিয়ান মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালকে মঙ্গলবার (১১ এপ্রিল) তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে🦹ছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি।

ইয়াং চাই নেটফ্লিক্সের ‘জম্বি ডিটেকটিভ’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পান ২৬ বছর বয়🦩সী এই অভিনে🃏ত্রী।

অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালকের মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে তার ম্যানেজমেন্ট কোম্পানি। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পরিবারের ইচ্ছা অনুযায়ী ইয়াং চাই-ইয়ালকের শেষকৃত্য ঘরোয়াভাবে সম্পূর্ণ করা হবে। জীবদ্দশায় 🌳তিনি অভিনয়ের প্রতি খুবই আন্তরিক ছিলেন। আশা করছি, ইয়াং চাই-ইয়ালকের জন্য আপনারা প্রার্থনা করবেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

২০১৬ সালে টিভি রিয়েলিটি শো ডꦰেভিল’স রানওয়েতে প্রথম দেখা যায় ইয়াং চাই-ইয়ালকে। তবে নেটফ্লিক্সে প্রচারিত ‘জম্বি ডিটেকটিভ’-এ অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি। ‘আই হ্য♎াভ নট ডান মাই বেস্ট ইয়েট’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘ওয়েডিং ইমপসিবল’ নামে নির্মাণাধীন একটি সিনেমায় অভিনয় করছিলেন চাই-ইয়াল। এ সিনেমার দৃশ্যধারণ শেষ হওয়ার আগেই এলো তার মৃত্যুর খবর।

মৃত্যুর দুই দিন আগে চাই-ইয়াল ইনস্টাগ্রামের শেষ পোস্টটি ছড়িয়ে পড়েছে। সেই ছবির ক্যাপশনে চাই–ইয়াল লিখ༺েছিলেন, ‘লেটস স্মাইল’। তার রহস্যময় প্রয়াণে সেই হাসি মুখই যেন ফিরে ফিরে আসছে ভক্তদের হ💧ৃদয়ে।

Link copied!