• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লাইভে এসে পরীমনির স্বামী রাজ যা বললেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৩, ০৩:০৩ পিএম
লাইভে এসে পরীমনির স্বামী রাজ যা বললেন

শোবিজ প্রাঙ্গনের দুই আলোচিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজের সংসার নিয়ে নেট জগতে চলছে নানা সমালোﷺচনা। এরই মাঝে রবিবার (৪ জুন) রাত সাড়ে আটটার দিকে দেﷺশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে লাইভে আসেন অভিনেতা শরিফুল রাজ।

লাইভে এসে রাজ তার সংসারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া♔ ব্যক্তিজীবনের অনেক কিছু খোলামেলা আলোচনা করেন।

এর আগ﷽ে গত সোমবার (২৯ মে) দিনগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে ফাঁস হওয়া কিছু ভিডিও ও ছবি নিয়ে আবারও আল🐎োচনায় আসেন পরী-রাজ। এরপর থেকেই পরী-রাজের সংসারের অশান্তির খবর প্রকাশ্যে চলে আসে।

লাইভের শুরুতে রাজকে প্রশ্ন করা হয় আপনার আইডি থেকে যেসব ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো কে করেছে? প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘আমি জানি না। তবে আমার আইডি হ্যাক হয়নি। আমার আইডি হ্যাক হয়ে থাকলেও যারা হ্যাক করেছে তারা এগুলো আপ♏লোড করে আবার আইডি ফেরত দিয়েছে।’

শরিফুল রাজের এ জবাবের রেশ টেনে ত💜াকে পুনরায় প্রশ্ন করা হয়, তাহলে কি আপনার পাসওয়ার্ড কেউ জানে? জবাবে রাজ বলেন, ‘আমার পাসওয়ার্ডের অ্যাকসেস নেওয়ার মতো মানুষ আছে। তবে কার কাছে আমার এ পাসওয়ার্ড আছে তার নাম বলতে চাই না।’

তার অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া ভিডিও প্রসঙ্গে রাজ বলেন, ‘এগুলো আসলে আমার পাঁ🧜চ ছয়-বছর আগের করা ভিডিও। এগুলো ফাঁস করে কে অথবা কারা কী বুঝাতে চেয়েছেন সে সম্পর্কে আমি কিছু জানি বুঝতে পারছি না। ভিডিওগুলো আমার কাছেই ছিল। হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপে এগুলো থাকতে পারে। ৫ বছর আগে এ ভিডিওগুলো করা, তাই এ সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নেই। তবে ভিডিওগুলো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়নি🍃। সবগুলো ভিডিও রাস্তায় বা বাহিরে করা, বুঝাই যাচ্ছে বন্ধুদের সাথে ফান করে করেছি।’

প্রায় ৩৭ মিনিটের লাইভে তিনি আরও বলেন, আমাদের একটি সন্তান আছে। এ সন্তানের কথা চিন্তা করে হলেও আমাদের সব সমস্যা মিটিয়ে ফেলা উচিত। রাজকে আরও প্রশ্ন করা হয়- কয়ে🌊কদিন আগে পরীমনি বলেছিলেন রাজ ২০ দিন ধরে বাসায় নেই। 𝐆এ সময় আপনি কোথায় ছিলেন? জবাবে রাজ বলেন, পরী সত্যি বলেছে। এসময় আমি একটু একা থাকতে চেয়েছি। নিজেকে সংশোধন করার জন্য একটু একা ‍ছিলাম। তাছাড়া পরী জানে আমি কেন বাসা থেকে বের হয়েছি।

লাইভে অপর এক প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘আমি ও পরী🍬 সেপারেশনে (আলাদা) আছওি। আর আমি এ বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাবতে চাই না।’

এর আগে রাজ আরও বলেন, আমরা আলাদা হলেও আমাদের বাচ্চার টেককেয়ার দুইজনই করবো।
এরপর রাজকে প্রশ্ন করা হয় আপনি কি ডিভোর্সের দিকে এগোতে চান? জবাবে রাজ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরওꦕ সময় লাগবে।

 

Link copied!