এবারের ঈদুল আজহাতে প্রেক্ষাগৃহে চিত্রনায়ক শরিফুল রাজ অভিনীত কোন🧸ো সিনেমা মুক্তি না পেলেও ওটিটিতে ‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজ দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। তাকে নিয়ে আলোচনা যেমন আছে সমালোচনাও কম হয়না। বর্তমানে বেশ অসুস্থ রাজের ছেলে রাজ্য। মা চিত্রনায়িকা পরীমনি একা হাতেই সামলাচ্ছেন সবকিছু। এই নিয়ে আবারও কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেতা।
রোববার (১৬ জুলাই) রাত ১টার দিকে নিজ🐓ের ফেসবুকে একটি মুখবয়বের ছবি প্রকাশ করেন রাজ। এ ছবির মন্তব্যের ঘরেই ꧃তার প্রতি কটাক্ষের তীর ছুড়তে থাকেন নেটিজেনরা। একজন লেখেন, ‘ নিজে যেমন মনের অধিকারী, দেখতেও যেমন ঠিক তেমন জিনিস পোস্ট করা। লুজার একটা।’ অন্য একজন্ লেখেন, ‘তুমি নিজেও এরকম কুৎসিত।’ এছাড়া কেউ কেউ ‘ছোটলোক’, ‘স্বার্থপর’ বলেও তিরস্কার করেন তাকে।
এবারের ঈদে রাজ্যকে নিয়ে পরীমনি যখন হাসপাতালে ছোটাছুটি করছিলেন তখন অবকাশ♛ যাপনে রাজ ছিলেন মালদ্বীপে। ব্যাপারটিকে মোটেও ভালোভাবে নেননি নেটিজেনরা। যদিও রাজ জানিয়েছিলেন, তার মাল෴দ্বীপ সফর ছিল পূর্বপরিকল্পিত।
কয়েকদিন ধরে রাজ-পরীমনির সন্তান রাজ্যের শরীরটা ভালো যাচ্ছ🔯ে না। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কাজটা পরীকেই করতে হচ্ছে। রাজকে দেখা যায়নি অসুস্থ সন্তানের পাশে। নেটদুনিয়ায় পরীমনি নিজেই একথা জানিয়েছেন। এদিকে রাজ্যের ১১ মাস পূর্তিতেও দেখা যায়নি রাজকে।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি স🌳েই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।