তারকা দম্পতি অনন্ত-বর্ষা ‘কিল হিম’ সিনেমার গানের দৃশ্যধারণের জন্য ভারতের কাশ্ম൲ীর যাচ্ছেন। গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির নির্মাতা মোহাম্মদ ইকবাল।
এই নির্মাতা বলেন, ‘লোকেশন দেখতে ইন্🎐ডিয়া এসেছি। আগামী ১৮ তারিখ শুটিং ইউনিট কাশ্মীরে আসবে। এখানে গানের দৃশ্যধারণ করা হবে। এরপর আমরা সিকিমে শুটিং করবো। সব মিলিয়ে ৭-৮দিন শুটিং করলে গানের শুটিং শেষ হবে।’
আসছে ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃ☂হে মুক্তি দেয়া হবে। মুক্তির জন্য দ্রুত গতিতে এর দৃশ্যধারণ করা হচ্ছে বলে জনান নির্মাতা মোহাম্মদ ইকবাল। অনন্ত-বর্ষা ছাড়াও এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।