• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দর্শক মুগ্ধ ‘টোনাটুনির ঘর’ গানে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১১:২৫ এএম
দর্শক মুগ্ধ ‘টোনাটুনির ঘর’ গানে
‘রঙিলা কিতাব’ সিরেজের পোস্টার । ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ ওটিতে মুক্তি  পেয়েছে  শুক্রꦉবার (৮ নভেম্বর)। মুক্তির আগেই এর গান ‘টোনাটুনির ঘর’ প্🐬রকাশ হয়। ঘোলা ঘোলা নদীর পানি, এত ভালো লাগে/ কাদায় গড়া মনডা তোমার এত মায়া লাগে/ সেই মনেরই রাখবো আমি দিয়া ভালোবাসা/ টোনাটুনির ঘরের মতো হইবো একটা বাসা- ইমরান মাহমুদুলের কণ্ঠে এমন কথার একটি গান সম্প্রতি প্রকাশ হয়েছে। 

অনম বিশ্বাস পরিচালিত হইচইয়ের ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের জন্য করা হয়েছে গানটি। গানটির কথাও লিখেছেন পরিচালক। গানটি শুনে দর্শক মুগ্ধ হয়েছেন। কমেন♚্ট বক্সে জানিয়েছেন তাদের মুꦿগ্ধতার কথা।

‘রঙিলা কিতাব’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছে🧜ন পরীমনি ও নূর ইমরান মিঠু। গানটির দৃশ্🐠যায়নেও রয়েছেন তারা।

গানটি নিয়ে সংগীতশিল্পী  ইমরান বলেন, ‘গানটির কথাগুলো খুব সহজ-সরল কিন্তু অনন্য। কারণ সহজ ও অল্প কথায় অনুভূতিটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। আমার নিজের🅘 কাছে গাইতে বেশ ভালো লেগেছে। আর এটি প্রকাশের পর থেকেই প্রশংসা পাচ্ছি শ্রোতা-ভক্তদের। সহকর্মীরাও গানটি শেয়ার করে তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন। আমার বিশ্বাস গানটি সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো পর্যায়ে যাবে।’

এদিকে ‘রঙিলা কিতাব’ এর মাধ্যমে ভারতের কোনো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক💧 হতে চলেছে পরীমনির। এরইমধ্যে এ নায়িকা বড় আশা প্রকাশ করেছেন সিরিজটি নিয়ে।

Link copied!