• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চাঙ্কি পাণ্ডের ক্যারিয়ার ধ্বংসের নেপথ্যে কি শাহরুখ-সালমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১২:৪২ পিএম
চাঙ্কি পাণ্ডের ক্যারিয়ার ধ্বংসের নেপথ্যে কি শাহরুখ-সালমান
চাঙ্কি পাণ্ডে, শাহরুখ ও সালমান। ছবি: কোলাজ

আশির দশকে শোরগোল ফেলে বলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে। তারপর ৩৩ বছরের দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে বহু চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। উল্কার গতিতে বলিপাড়ায় তার উত্থান যেমন শুরু হয়েছ🔯িল, তত দ্রুতই ইন্ডাস্ট্রির ম্যাপ থ🌊েকে  প্রায় হারিয়ে গিয়েছিলেন এই নায়ক।  

সম🐬্প্রতি এক সাক্ষাৎকারে, নিজের ক্যারিয়ার নিয়ে কথা বললেন চাঙ্কি পাণ্ডে।

চাঙ্কি অভিনয নিয়ে বলেন, ‘আমি হারিয়ে গিয়েছিলাম। এমন সময় বলিপাড়ায় আমার যাত্রা শুরু হয়েছিল, যখন একের পর এক বড় বড় তারকাদে൩র⛦ উত্থান হচ্ছে। আমার ক্যারিয়ার শুরু হয় ১৯৮৭ সালে। এর আগের বছর অর্থাৎ ১৯৮৬ সালে ইন্ডাস্ট্রিতে এলেন গোবিন্দা।

১৯৮৮তে এলেন আমির খান, ১৯৮৯𒉰-এ সালমান, ১৯৯০তে অজয় দেবগণএবং তারপর শাহরুখ খান। এদের ভিড়ে আমি স্রেফ হারি✃য়ে গেলাম। আমি ১৯৮৭-১৯৮৮ এই একটি বছর চুটিয়ে কাজ করতে পেরেছিলাম। সেটাই ছিল আমার ক্যারিয়ারের ‘হানিমুন পিরিয়ড’। তারপর আর পারিনি।’

এই নায়ক আরও বলেন, "তবে আমার কেরিয়ার ঠিকমতো সফল না হওয়ার পিছনে ൲কারওর দশ নেই, হাত নেই। যদি এর দায় কারও উপর বর্তায়, সে আমি নিজে। তখন হাতে যা কাজ পেতাম, করতা🥃ম। টাকার পেছনে ছুটেছিলাম। বহু দায়িত্ব ছিল কাঁধের উপর, সেসব মেটাতেই। হয়তো কিছু ভুল করেছি। তবে আমাকে যদি আরও একবার কেরিয়ার শুরু করার সুযোগ দেওয়া হয়, যা যা  করেছিলাম তাই আবার  করব। কারণ ব্যর্থতা থেকেও প্রচুর কিছু শেখ যায়। আর মজার ব্যাপার হল, কোনও ব্যক্তি ব্যর্থতার পর যা খুশি করতে পারেন। কারও কাছে তার কৈফিয়ত দেওয়ার কিছু থাকে না।"

Link copied!