দেশের জনপ্রিয় সংগীতশি🔯ল্পী আঁখি আলমগীর। বছর জুড়ে✨ই স্টেজ নিয়ে ব্যস্ত থাকেন জনপ্রিয় এ গায়িকা। বিভিন্ন অ্যালবাম থেকে শুরু করে প্লে-ব্যাকেও অসংখ্য গান করেছেন।
শনিবার (১৬ নভেম্বর) তিনি তার ফেসবুকে পাকিস্তানের জনপ্রিয় কন্ঠশিল্পী আতিফ আসলামকে নিয়ে একটি পোস্ট শেয়ার করে♋ লেখেন, ‘আমিও বহু বছর ধরে এই কাজটি করে𒆙 আসছি।’
ঘটনা মূলত, ভেরিফাইড পাকিস্তান নামে পাকিস্তানের একটি ফেসবুক পেইজে আতিফ আসলামের একটি ছবি শেয়🐟ার করে জানায়, ‘পাকিস্তানের গায়ক আতিফ আসলাম সৌদি আরবে গান করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আতিফ বলেছেন, আমার মন পবিত্র স্থানে গান করতে সায় দিচ্ছে না।’
ওয়েস ফারুকী নামে একজন ব্যক্তি গত মঙ্গলবার তার ফেসবুকেএই পোস্ট শেয়ার করেছেন। আঁখি আলমগীর সেই পোস্টটি গতকাল শনিবার শেয়ার করে লিখেছেন, ‘আমিও বহু বছর ধরে এই൲ কাজটি করে আসছি।’ তিনি আরও লিখেছেন, ‘কে পারফর্ম করছে তা বিচার করছি না। এটা আমার একান্তই ব্যক্তিগত পছন্দ।’
তবে, আতিফকে নিয়ে করা সেই ব্যক্তির পোস্টের কমেন্ট-বক্সে একজন লিখেছেন, ‘এই পোস্টটি ফেইক। কারণ, আতিফ আসলাম ২০১৯ সালে সৌদির রিয়াদে কনসার্ট করেছেন।’ আরেকজন লিখেছেন, ‘যদিও সবাই এই পোস্ট শেয়ার করছ🤡েন, কিন্তু এই রিপোর্টের কোনো দালিলিক প্রমাণ নেই।’ আবার কেউ কেউ আতিফকে সাধুবাদ জানিয়েছেন।
কমেন্ট বক্সে নানা জনের নানা মিশ্র প্রতি𝕴ক্রিয়া দেখা গেল🤡েও পাকিস্তানের গায়ক আতিফ আসলাম এই ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি।
এদিকে আঁখি আলমগীরের পোস্টে নেটিজেনরা তাকে বেশ সাধুবাদ জানাচ্ছেন। কারণ, আতিফ আসলামের ব্যাপারে কেউ নিশ্চিত না হলেও আঁখি আলমগীর যে পবিত্র কাবার স্থান সৌদিতে গান করেন না, সে ব্যাপারেই তিনি নেট দুনিয়ায⛦় বেশ প্রশংসায় ভাসছেন।