• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আসছে তাকদীরের তেলেগু রিমেক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৮, ২০২৩, ১০:৫৯ এএম
আসছে তাকদীরের তেলেগু রিমেক

চঞ্চল চৌধুরী অভিনীত ‘তাকদীর’ ওয়েব সিরিজে𒉰র এবার তেলেগু রিমেক হয়ে আসছে। বুধবার (৭ জুন)🔴 রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেরিফায়েড ফেসবুকে  বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

এক ফেজবুক পোস্টে চঞ্চল চৌধুরী বলেন,“‘মনপুরা’ রি꧋মেক হয়েছিল ‘অচিন পাখি’ কলকাতায়। ‘আয়নাবাজি๊’ রিমেক হয়েছিল ‘গায়ত্রী’ তেলেগু ভাষায়। এবার ‘তাকদীর’ রিমেক হয়েছে “দয়া” তেলেগু ভাষায়। এগুলো আমাদের ইন্ডাস্ট্রির অর্জন।”

তাকদীরের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) জানায়, বাংলা ভাষায় নির্মিত কন্টেন্ট নিয়ে প্রতিষ্ঠানটি পা রাখছে তেলেগু ইন্ডাস্ট্রিতে। প্রথম কন্টেন্ট হিসেবে তারা বেছে নিয়েছে ‘তাকদীর’কে। যদিও পোস্টে তাকদীরের ꧒নাম নেয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে হইচইয়ের অফিশিয়াল টুইটার থেকে জানানো হয়, তাকদীর থেকেই রিমেক হচ্ছে তেলেগু সিরিজটি।

তাকদীর সিরিজের তেলে🌺গু রিমেক নির্মাণ করছেন পরিচালক পবন সাদিনেনি। ডিজনি প্লা𒅌স-এর পেজ থেকে জানা গেছে, তেলেগু সিরিজটির নাম ‘দায়া’।

এর আগে, ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সৈয়দ আ𓃲হমেদ শাওকী পরিচালনায় ‘তাকদীর’ ওয়েব সিরিজটি বেশ সাড়া জাগিয়েছিল। সে সময় চঞ্চল চৌধুরীর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। 

Link copied!