• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘অভিনেত্রীকে বলি কোলের ওপর বসতে, ফ্লোরে অনেকেই ছিলেন, তারা জানেন কী ঘটেছিল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:৫৯ পিএম
‘অভিনেত্রীকে বলি কোলের ওপর বসতে, ফ্লোরে অনেকেই ছিলেন, তারা জানেন কী ঘটেছিল’
ছবি : সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার পরিচালক অরিন্দম শীলের বিরুদ্🦂ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। ইস্টার্ন ইন্ডিয়া 🥂ডিরেক্টর বোর্ড থেকে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। পরিচালক জানিয়েছেন, তাকে না জানিয়ে সদস্যপদ স্থগিত করা হয়েছে।

অভিনে💝ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করে জানিয়ে ছিলেন, কাজ দেওয়ার কথা বলে অভিনেত্রীদের শ্লীলতাহানি করতেন সেই পরিচালকꦕ।

অর✱িন্দম শীল মহিলা কমিশনের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, কোনোꦚ অভিনেত্রী যদি তার আচরণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। 

তিনি বললেন, “সেদিন একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং ছিল। কোনোরকম বেড সিন বা লিপলক না থাকলেও, সেটি এককথায় ঘনিষ্ঠ দৃশ্য। যেখানে দেখা যাবে অভিনেতা চেয়ারে বসে এবং তার কোলের ওপরে অভিনেত্রী। কীভাবে শুটিং করা হবে, সেটা বোঝাতেই অভিনেত্রীর সঙ্গে রিহার্সাল করতে শুরু করি। আমি অভিনেত্রীকে বলি আমার কোলের ওপর বসতে। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম যে ওর কোনো অসুব💮িধা আছে কি না? আমি ওকে বারবার প্রশ্ন করেছিলাম, কোনো অসুবিধা নেই তো তোর? সব ঠিক আছে তো?’

পরিচালক বলেন, “কোনোভাবে সেই অভিনেত্রীর গালে আমার মুখ লেগে যায়। যদিও সেটা অনিচ্ছাকৃত। পুরোটাই অ্যাক্সিডেন্ট।’
অভিনেত্রী অভিযোগ করে বলেন, বিতর্কিত সেই ജঘটনার দিন ফ্লোরে অনেকেই উপস্থিত ছিলেন, তারা জানেন আসলে কী ঘটেছিল।

ইস্টার্ন ইন্ডিয়া ডিরেক্টর বোর্ড থেকে অরিন্দম শীলের সদস্যপদ স্থগিত হওয়ার পর, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, “পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম এই জীবনে দেখতে পারব না। কিন্তু কুড়ি বছর পরে হলেꦇও ভগবান যে এইটুকু কথা রেখেছেন তাই অনেক।”

Link copied!