তৌহিদ আফ্রিদি এক নামেই সবার কাছে পরিচিত। দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার। বিশেষত ভ্লগ করে তিনি নিজেকে ব𝄹্যাপক পরিসরে জনপ্রিয় করে তুলেছেন। পাশাপাশি টিভি অনুষ্ঠানও করেছেন। তবে তার আসল দুনিয়া ইউটিউব। সম্প꧋্রতি বিয়ের খবর ফাঁস হয়েছে তৌহিদ আফ্রিদির। তার স্ত্রীর নাম রামিশা আল রিসা।
এꦗদিকে, বিয়ের অনেক দিন আগে থেকে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে। প্রায় সময়ই তাদের নিয়ে চর্চা হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তৌহিদ আফ্রিদির বিয়ের খবর জানার পর দীঘি বললেন, ‘আল্লাহ বাঁচিয়েছে’।
আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর গণম♍াধ্য𝔍মকে দীঘি বলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। সে সব সময় আমার ভালো বন্ধু। যাক, আল্লাহ বাঁচিয়েছে। কয়েকদিন পর পর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো, তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম। অবশেষে একটু শান্তি পেলাম।’
দীঘি আরো বলেন, “আমি যতটুকু জানি পারিবারিকভাবে কনের ব🐲াড়িতেই আ♏পাতত কাবিন হয়েছে। পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।
এদিকে, বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আফ্রিদি বলেন, ‘মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনেই হয়েছে তা। আর স𒐪েই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে।’