তৌহিদ আফ্রিদি এক নামেই সবার কাছে পরিচিত। দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার তিনি। বিশেষত ভ্লগ করে তিনি নিজেকে ব্যাপক পরিসরে জনপ্রিয় করে 🦩তুলেছেন। পাশাপাশি টিভি অনুষ্ঠানও করেছেন। তবে তার আসল দুনিয়া ইউটিউব।
সোশ্যাল 💝মিডিয়ায় বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হয় চারপাশে। গত সপ্তাহের বুধবার সারা দিন সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদির বিয়ের খবর চর্চিত হয়েছে।
তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থে𒆙কে স্নাতক শেষ করেছেন তিনি। দু’জনের মাঝে আগে থেকেই প্রেমে📖র সম্পর্ক ছিল।
কিন্তু সেই খবরের তিন দিন পর জানা গেলো নতুন তথ্য। তৌহিদ আফ্রিদি আসলে টিকটকার রাইসাকে বিয়ে করেননি। এ তথ্য রাইসা নিজেই জানিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসের 🌊মাধ্যমে। শুধু তাই নয়, তিনি আ🔴রও বলেছেন যে তিনি অনেক আগেই বিবাহিত। ফলে আফ্রিদির সঙ্গে তার বিয়ে কেন হবে?
তবে এই ধোয়াশা তিনি আবার নিজেই কাটিয়ে দিয়েছেন। টিকটকার রাইসা বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, রাইসা নয়, রামিꦐশা আল রিসাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি।’
তিনি আরও জানিয়েছেন, যমজ বোন হওয়ায় এবং কাছাকাছি চেহারা হওয়ায় সবাই রাইসাকে আফ্রিদির স্ত্রী ভেবে নিউজ করছে। কিন্তু রাইসা আফ্রিদিও স্ত্রী নয়, তিনি তার শালিকা!
এদিকে কয়েক দিন ধরে আবার ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দীঘির প্রেমের সম্পর্ক চাউর হচ্ছিল। এ নিয়ে দীঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন। এর মধ্যে গতকাল সকাল থেকে শোনা যাচ্ছিল, বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি! তবꦜে দীঘিকে নয়, অন্য কেউ। তবে আফ্রিদি বিয়ে নিয়ে কোনো কথা বলেননি൲। এমনকি তার কাছের কেউই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি পোস্ট করেননি।
রিসার সঙ্গে 💜প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও অবশ্য তা বিয়ের আগ পর্যন্ত স্বীকার করেননি আফ্রিদি। এ ব্যাপারে গতকাল আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি।