• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রশংসায় ভাসছে তাহসান-ফারিণের গান, ট্রেন্ডিংয়ে এক নম্বরে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ১১:৪৮ এএম
প্রশংসায় ভাসছে তাহসান-ফারিণের গান, ট্রেন্ডিংয়ে এক নম্বরে
তাহসান খান ও ফারিণ। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে নতুন করে দর্শকদের সামনে এসেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তারা দুজন মিলে গান করেছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। অনুষ্ঠানটি প্রচারের পরপরই গানটি আপলোড দেওয়া হয় ইত্যাদির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে। তারপর থেকেই যেন শ্রোতারা লুফে নিয়েছেন গানটি🐟। এখন এটি আছে ইউটিউব ট্রেন্ডি🥀ংয়ের এক নম্বরে।

‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি ইত্যাদিতে প্রচারের পর প্রশংসার জোয়ার বইতে শুরু করে। বিশেষ করে সংগীতশিল্পী না হয়েও দারুণ কণ্ঠ দিয়ে দর্শক-ভক্তদের মাতোয়ারা করে দিয়েছেন তাসনিয়া ফারিণ। কেউ ভাবতেও পার𒅌েনি এত ভালো গান গাইতে পারেন তিনি।


মূলত এই কারণেই গানটি সব ধরনের দর্শকের পছন্দের শীর্ষে। গত কয়েক দিনে ভিউ প্রায় ৮ মিলিয়নের বেশি। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত উপস্থাপক হানিফ সংকেতও। পোস্ট করেছেন নিজের স♉ামাজিক মাধ্যমে।

হানিফ সংকেত লিখেছেন, ‘প্রিয় দর্শক, গত ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি আপনাদের বিচারে সেরা গান নি✨র্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনো অটুট আছে।’

জনপ্রিয় এই উপস্থাপক আরো লিখেছেন, ‘আমরা সব সময় চেষ্টা করি ইত্যাদির গানগুলোর কথা, সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রমী হয়। হাজার হাজার দর্শক গানট൩ির প্রশংসা করে গীতিকার, সুরকার ও শিলꦫ্পী নির্বাচনের বিষয়টিকে প্রশংসা করেছেন।’

গানটি নিয়ে ফারিণ জানিয়েছেন, ‘আমি ভাবতেও পারিনি গানটি এতা জনপ্রিয় হবে, আমি খুবই আনন্দিত। এই গানের কারণে আরো গান গাওয়ার আগ্রহ তৈরি হয়েছে। সুযোগ পেলে আরও 🧸গান করতে চাই।’

উল্লেখ্য, এই গ𝓀ানের কথ𝓡া লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

Link copied!