• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ওটিটিতে সুমাইয়া শিমু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০১:০৫ পিএম
ওটিটিতে সুমাইয়া শিমু
অভিনেত্রী সুমাইয়া শিমু। ছবি: সংগৃহীত

প্রথমবারের মত ওটিটিতে কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’–এর শেষ পর্ব ’🎉বেসুরা’র ট্রেলারে দেখা গে🍌ছে এই অভিনেত্রীকে।

৬ জানুয়ারি বিকেলে চরকির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ পেয়েছে ‘বেসুরা’র ট্রেলার। সুমাইয়া শিমু ছাড়াও  সংগীতশিল্পী ইসমাইল উদ্দিন পালাকার এই সিরিজে অভিনয় করেছেন। ‘বেসুরা’য় অভিনয়ের ♑মাধ্যমে সুমাইয়া শিমুর ওটিটিতে অভিষেক হলো বলে নিশ্চিত করেছেন অভিনে⛦ত্রী।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১২টা থেকে চরকিতে প্রকাশ পাবে ‘বেসুরা’।🐼 এ পর্ব প্রকাশের মাধ্যমে শেষ হবে ‘২ষ’ সিরিজ🌳।

সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। বড় পরিসরে,ꦚ ভালো মানের কাজ দেখি প💮্রায়ই। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকি একটা ভালো প্ল্যাটফর্ম। সবকিছু মিলিয়ে মনে হয়েছে কাজটা ভালো হবে।’

অভিনেত্রী আরও জানান, “তার চরিত্রের পোশাক, সাজ–সজ্জা খুব মিনিংফুল ছিল। যখনই শুটিংয়ের জন্য প্রস্তুত হতেন তখনই মনে হতো কাজটা অনেকখানি সহজ হয়ে গেছে। সব কিছু মিলিয়ে ওটিটির কাজের পেশাদারিত্ব পছন্দ হয়েছে। এখানে যেভাবে কাজ হয়, সেটা খুব প্রফেশনাল। প্রতিটা ডিপার্টম🧸েন্ট আলাদা, তাই আমি আমার কাজে ফোকাস করতে পেরেছি। পুরো অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর ছিল। আমি উপভোগ করেছি।”

‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানেরဣ সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন ‘২ষ’। নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খানের রচনায় সিরিজটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। গল্প নিয়ে নির্মাতা জানান, সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর༺ গল্প থাকছে ’বেসুরা’–তে। নুহাশ বলেন, ‘এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুর–বেসুরের ব্যাপার রয়েছে তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে।’

নির্মাতা আরও বলেন, ‘এবারের সিরিজে আমাদের চেষ্টা ছিল হররটাকে কীভাবে ভিন্ন করা যায়। সেই চেষ্টা থেকে ‘বেসুরা’র পরিকল্পনা। এখানে আমরা অনেককিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছি। সবকিছু বলতে পারছি না এখনই। প🤡র্বটি দেখলে দ🔜র্শকরা সেটি বুঝবেন। পোশাক, সাজ–সজ্জা, কাস্টিং, আর্ট, মিউজিকে নতুন কিছু পাবেন’।

এসবের পাশাপাশি পর্বটিতে༺ থাকছে বি♊শেষ চমক, যা একদম শেষে পাবেন দর্শকরা। ’বেসুরা’য় অভিনয় করেছেন মান্, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, মোহাম্মদ ফাইয়ান ওয়াহিদ, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ অনেকে।

Link copied!