ক্রিকেট নিয়ে বাঙালির আবেগ দীর্ঘ দিনের। শুধু সাধারণ মানুষ নয় তারকাদের আবেগের কোনো শেষ নেই। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএ♐ল)। তবে খেলা চলাকালীন দুই পক্ষের মারামারির পর সাময়িক স্থগিত করা হয়েছিল লিগটꦦি। একটা বিরতি দিয়ে চলতি মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে লিগের বাকি ম্যচগুলো। সিসিএল–২০২৩–এর আয়োজক কমিটি মঙ্গলবার (৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক কমিটি জানিয়েছেন, ‘আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে,🐠 সেলেব্রিটি ক্রিকেট লিগ ২০২৩–এর খেলা এই মাসের (অক্টোবর) ১৫ থেকে ২০ তারিখের মধ্যে শুরু হবে। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এই খেলা।’
খেলার সময় মারামারি প্রসঙ্গে আয়োজক কমিটির বক্তব্য, ‘খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জেনারেশন নেক্সট (জিনেক্সট) ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্তের সার্থে আমরা কোন থানায় 🌠এবং কত জনের নামে মামলা হয়েছে তা এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না।’
এর আগে গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টটি ৩০ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে শেষ হওয়ার কথা ছিল। তারকা টুর্নামেন্টের এই খেলায় অংশে নিয়েছিলেন আফরান নিশো, সাইমন ꦍসাদিক, রাশেদ মামুন অপু, সিয়ামꦦ আহমেদ, ইরেশ যাকেরসহ আরও অনেক তারকা।