ঢাকাই সিনেমার কিংবদন্তী অভিনেতা সোহেল রানা। এক 🐈সময়ে ব্যবসা সফল সিনেমা বলতে এই অভিনেতাকে বোঝাতে। সময় পরিবর্তন হলেও তার অভিনয় দক্ষতার কারণে দেশের সিনেমাপ্রেমী দর্শকেরা এখনো তাকে মনে রেখেছেন। অন্যদিকে অভিনয় কম, কথা দিয়েই আলোচনায় থাকতে পছন্দ করেন এ প্রজন্মের ঢালিউড অভিনেতা জায়েদ খান। সম্প্রতি জায়েদ খানের নতুন ট্রেন্ড ‘ডিগবাজি’ কাণ্ড শুরু হয়েছে, যা নিয়ে রীতিমতো বিরক্ত দেশের গুণী অভিনয়শিল্পী। এবার এক ভিডিও সাক্ষাৎকারে ‘ডিগবাজি’ প্রসঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল রানা।
আক্ষেপ প্রকাশ করে সোহেল রানা বলেন, “জায়েদ খান বিভিন্ন সময় বলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছ🅷ে। এটাতে আমাদের অনেক খ𓃲ারাপ লাগে। কখনো ওর সঙ্গে দেখা হলে আমি বলবো, তুমি এটা আর বলো না।”
কিংবদন্তী এই অভিনেতা আরও বলেন, “আজ থেকে ৫৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বের হয়েছি আমি। আমরা যখন ঢাবি থেকে বের হতাম তখন আমাদেরকে সবাই সম্মান করতো। আর তুমি (জায়েদ খান) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে ডিগবাজি মারছো। নাচ করলে গোবিন্দার মতো নাচো, আমি তোমাকে সম্মান করবো। কিন্ত𒐪ু এটা তুমি কি করছো?”
জায়দ খ💙ানের ডিগবাজি নিয়ে প্রশ্ন করে স্যোহেল রানা বলেন, “সে যেটা করে এটাকে ডিগবাজি বলে? এই কর্মকাণ্ডকে বাদুড় নাচ আখ্যা দিয়ে তিনি বলেন, এগুলো তো ডিগবাজি না। ডিগবাজি এরকম হয় না।”
এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানকে বেশ෴ স্নেহ করতেন সোহেল রানা। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলকে সবসময় সমর্থন দিয়েছ🦩িলেন তিনি।