দেড় বছর আগে প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক স♏াফল্য দুটোই পেয়েছেন অভিনেতা আফরান নিশো।
মাঝে নতুন দুটি সিনেমায় নিশোর চুক্তিবদ্ধ হ🌊ওয়ার খবর মিললেও সেগুলোর কোনও অগ্রগতি মেলেনি।
তবে সব জল্পনা☂ ছাপিয়ে অবশেষে শুটিং ফ্লোরে গড়ালো আফরান নিশো-তমা মির্জা জুটির দ্বিতীয় অধ্যায় ‘দাগী’। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এরমধ্যে শুটিং শুরু হয়েছে।
‘দাগী’ পরিচালনা করছেন শিহাব শাহীন। এ সিনেমায় আফরান নিশোর নায়িকা তমা মির্জা থাকছেন এমন খবর আগেই জানা গিয়েছিল। তবে তিনি ছাড়া ꩲনায়িকার ভূমিকায় আরও থাকছেন ‘ন ডরাই’খ্যাত সুনেরাহ বিনতে কামাল।
‘দাগী’ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করতে রাজি নন সংশ্লিষ্ট কেউ🤡। এটুকু জানা গেছে, সিনেমাটি ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে।