যার মাধ্যমে ভূমিষ্ট হওয়া তিনি আর কেউ নন, তিনি আমাদের ‘মা’। তাই মাক𒅌ে ভালোবাসা ও সম্মান জানানোর বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই।🔯 তবুও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালন করা হয়। আজ বিশ্ব মা দিবস। মা নামক ছোট্ট শব্দটির তাৎপর্য ব্যাখ্যা করার ক্ষমতা কারো নেই!
বিশেষ এই দিনে মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন অনেক তারকারা। জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা মা দিবসে মায়ের স্মরণে বলেন, ‘মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ায় আমি আজকের পূর্ণিমা। তাই মায়ের প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা। মহান আল্লাহরꦚ কাছে দোয়া করি তিনি যেন আমার মাকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি নিজেও একজন মা। তাই মায়ের কষ্টটা এখন খুব ভালোভাবে বুঝতে পারি। মায়ের কোনো তুলনা হয় না। না জেনে না বুঝে মাকে অনেক কষ্ট 🐻দিয়েছি। কিন্তু আর কখনো মাকে কষ্ট দিতে চাই না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
এই অভিনেত্রীর প্রথম সংসারে ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। পরে ২০২২ সালে আশফাকুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি🌺।