• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্ব মাতাতে ২২ দেশের ২৫৭ হলে মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ১০:২০ এএম
বিশ্ব মাতাতে ২২ দেশের ২৫৭ হলে মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’
দরদ সিনেমার পোস্টার। ছবি: ফেসবুক থেকে

বিশ্ব 𒉰মাতাতে ২২ দেশে ২৫৭ হলে শুক্রবার (১৫ ন꧑ভেম্বর) মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। বাংলাদেশে ৮৪টি মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এই সিনেমা।

রাজনৈতিক কারণে গত কয়েক মাস ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে স্থবির অবস্থা বিরাজ করেছে।
নতুন সিনেমাও 🥂মুক্তি পায়নি সেভাবে। তবে এখন অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। এই সময়েই বড় বাজেটের ‘দরদ’ মুক্তি পাচ্ছে। কয়েক ൩বছর ধরে ঈদকেন্দ্রিক হয়ে গেছে দেশের সিনেমা।

 ঈদের বাইরে খুব বেশি প্রেক্ষাগৃহ যেমন চালু থাকে না, তেমনি কোনো ছবি আলোচনাও তৈরি করতে পারে না। তবে নতুন অধ্যায় রচনা করল ‘দরদ’। ঈদের বাইরে দেশজুড়ে ৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবি﷽টি। তথ্যটি নিশ্চিত করেছেন দরদের নির্মাতা মামুন।

 প্🎃রথম সপ্তাহে হলসংখ্যা আর বাড়ার সম্ভাবনা নেই। দর্শকের আগ্রহের ওপর নির্ভর করে দ্বিতীয় সপ্তাহে সংযোজন-বিয়োজন হতে পারে। তবে বরাবরের মতো শাকিবেরও ছবি নিয়ে তাঁর ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত। তাঁদের মধ্যে একপ্রকার উৎসবের আমেজ দেখা যাচ্ছে। ফেসবুকে যেমন প্রচারণায় সরব, আবার পথে নেমে পোস্টার-ব্যানার নিয়েও প্রিয় অভিনেতার ছবির প্রচারণা করছেন।

অনন্য মামুন আগে থেকেই বলে এসেছেন, ‘দরদ’ বিশ্বব্যাপী মুক্তি দেবেন। করলেনও তাই। গতকাল জানালেন, মোট ২২টি দেশে এ𝔉কযোগে মুক্তি পেয়েছে ছবিটি। এর মধ্যে রয়েছে নেপাল, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, যুক্তরাষ্ট্র, বাহরাইন, কাতার প্রভৃতি। নির্মাতার ভাষ্যে, দেশের বাইরে মোট ১৭৩টি প্রেক্ষাগৃহে চলবে ‘দরদ’।

সবার ধারণা ছিল, বাংলাদেশের সঙ্গে একই দিন ভারতেও মুক্ত𒈔ি পাবে ছবিটি। কিন্তু তা হলো না। আরো দুই সপ্তাহ পর প্রতিবেশী দেশের প্রেক্ষাগৃহে উঠবে ‘দরদ’। এদিকে ৫ ডিসেম্বর ভারতজুড়ে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ꦦ‘পুষ্পা : দ্য রুল’।

 সে ছবির সঙ্গে ‘দরদ’ মুক্তি দেওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে। তবে নির্মাতা মামুনের মতে, ‘দেশের সঙ্গে একই দিনে ভারতে মুক্তি দিলে পাইরেসির ঝুঁকি থেকে যেত। সে কারণে দুই সপ্তাহ পিছিয়েছি। বড় ছবি থাকলেও সমস্যা নেই, আমাদের ছবি ঠিকই দর্শকের মনে জায়গা করে ༺নেবে।’

‘দরদ’-এর ঘোষণার সময়ই মামুন বলেছিলেন, এটি বাংলাদেশি প্যান ইন্ডিয়ান ছবি। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। তবে শেষ প🌳র্যন্ত তিন ভাষায় মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। মামুন জানান, বিভিন্ন দেশে বাংলার পাশাপাশি হিন্দি ও তামিল ভাষায় দেখা যাবে ‘দরদ’। তবে ভা🍌রতে মুক্তির সময় অন্যান্য ভাষাও যুক্ত হতে পারে।

রোমান্টিক-সাইকোথ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘দরদ’। ভারতের বারাণসিত༺ে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের ঘটনা ঘটে। সন্দেহের তীর যায় ছোট শহরের যুবক দুলু মিয়ার ওপর। এর মধ্যে স্ত্রী ফাতেমার প্রতি দুলু মিয়ার তীব্র ভালোবাসাও দেখা যায়। 

ছবিতে শাকꦆিব খানের সঙ্গে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়া অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, ফারহান খান রিও, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। প্রযোজনায় বাংলাদেশের কিবরিয়া ফিল্মস, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

প্রচারণ♓ার অভাব ছﷺিল বটে। এ নিয়ে নির্মাতা মামুনের তীব্র সমালোচনাও করেছে শাকিব ভক্তরা। কারণ বারবার কথা দিয়েও রাখতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে ১১ নভেম্বর একসঙ্গে ছবির গান ও ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে রীতিমতো ঝড় তুলে দিয়েছে ‘দরদ’ টিম। 

ইউটিউব ট্রেন্ডিংয়েও উঠে এসেছে ছবির গান ও ট্রেলার। গতকাল এসেছে আরেকটি চমক-ছবির ড্যান্স নাম্বার ‘লুট লে তু’। এই হিন্দি গানেই ঠোঁট মিলিয়েছেন শাকিব খান। এর আগে কোনো হিন্দি গানে ঠোঁট মেলাতে দেখা যায়নি ঢালিউড নবাবকে। ‘লুট লে তু🍸’ গেয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক নাকাশ আজিজ। কথা ও স𓄧ুর-সংগীত করেছেন আরাফাত মেহমুদ। বারাণসিতে বিশাল নৃত্যশিল্পীর টিম নিয়ে ধারণ করা হয়েছে গানটির ভিডিও।

Link copied!