বিশ্ব মাতাত💮ে ২২ দেশে ২৫৭ হলে শুক্রবার (১৫ নভেম্বর) মুক্তি পেয়েছে শাকিব খꦑান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। বাংলাদেশেও ৮৪টি মুক্তি পেয়েছে বহুল আলোচিত এই সিনেমা।
মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসা✃য় ভাসছেন শাকিব খান। দুলু মিয়♒া চরিত্রে তার অভিনয় ক্যারিশমায় মুগ্ধ হচ্ছেন সবাই। মুক্তির পর থেকে সিঙ্গেল থেকে মাল্টিপ্লেক্স সবখানে চোখে পড়ার মতো দর্শক দেখা যাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র-মালদ্বীপেও দরদ মুক্তি পেয়েছে। সেখানে কেমন যাচ্ছে দরদ? এ বিষয়ে সিনেমার পরিচালক অনন্য মামুন বলেন, যুক্তরাষ্ট্র ও মালদ্বীপে ‘দরদ’ ভালো যাচ্ছে। দেশের মতো সেখানকার দর্শকরা হাউজফুল দিচ্ছে। ২২ নভেম্বর থেকে দুবাই, মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশের দর্শকরা ‘দরদ’ উপভোগ করত🐷ে পারবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘দরদ’ যেমন ঘুমিয়ে পড়া সিনেমা হলগুলোতে আলো জ্বালিয়েছে, তেমনি ঈদ ছাড়া প্রেক্ষাগৃহে উৎসব ফ💞িরিয়েছেন শাকিবিয়ানরা। ধুমধাম অ্যাকশন কিংবা লুতুপুতু রোমান্স নয়, ‘দরদ’ সিনেমার মূল চালিকাশক্তি এর রহস🐻্য এবং শাকিব খানের অভিনয়।
এই সিনেমায় যেমন ভিন্ন 🎀এক শাকিবের দেখে মিলেছে, তেমনি তার নায়িকা হয়ে ফাতিমা চরিত্রে দর্শকের কাছে পৌঁছেছেন 𒁃বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। দুজনের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক।
রোমান্টিক-সাইকোথ্রিলার෴ গল্পে নির্মিত হয়েছে ‘দরদ’। ভারতের বারাণসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের ঘটনা ঘটে। সন্দেহের তীর যায় ছোট শহরের যুবক দুলু মিয়ার ওপর। এর মধ্যে স্ত্রী ফাতেমার প্রতি দুলু মিয়ার তীব্র ভালোবাসাও দেখা যায়।
ছবিতে শাকিব খানের সঙ্গে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়া অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, ফারহান খান রিও, বিশ্বজিৎ চক𝓰্রবর্তী প্রমুখ। প্রযোজনায় বাংলাদেশের কিবরিয়া ফিল্মস, অ্যাকশন কাট এন্টারটেইনম🐼েন্ট, ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।