• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাকিব খানের ‘তুফান’র অগ্রিম টিকেট বিক্রি শুরু


মো. বাবুল
প্রকাশিত: জুন ৯, ২০২৪, ০২:১৮ পিএম
শাকিব খানের ‘তুফান’র অগ্রিম টিকেট বিক্রি শুরু
তুফান সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রোববার (৯  ‍জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, ‘আজ থেকে বহুল আলোচিত সিনেমার ইটিকেট বিক্রি শুরু হয়েছে। দর্শক চাহিদাকে মাথায় রেখে এই টিকেꩲট ছাড়া হয়েছে। আশা করছি  ইদে সিনেমাটি দেখার ধুম পরে যাবে।’

বুধবার (৫ জুন) রাতে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি টাইটেল ট্র্যাকটি তাদের পেইজে 🉐প্রকাশ করে। প্রকাশের প্রথম দিনে শুভেচ্ছা আর প্রশংসার বন্যায় ভাসছে ‘তুফান’-এর টাই𒁃টেল ট্র্যাক।

রায়হান রাফীর সিনেমা মানেই ধামাকা। তবে আলোচনারও কমতি নেই। এবার সমালোচনাকে টপকে আনকাট সেন্সর পেয়েছে শাকিব-রাফী𝔍র ‘তুফান’। থেমে নেই এর চমক। আসছে একের পর এক। গুণী নির্মাতা রায়হান রাফী তার𓆉 ফেসবুকে টাইটেল ট্র্যাক প্রকাশ করেছেন।

শাকিব খানের ‘তুফান’ ছবির টাইটেল ট্র্যাকটি দেখে ভক্তদের সিনেমা দেখার আগ্রহ বেড়ে গেছে বহুগুণে। যেমন 🎐অ্যাকশন তেমনি থ্রিলার! প্রতি মুহূর্তে শাকিব খানকে দর্শক আবিষ্কার করেছে নবরূপে।

২ মিনিট ১৩ সেকেন্ডের এই ট্র্যাকে দৃষ্টি আটকে রাখতে পেরেছে রায়হান রাফী। দুর্দান্ত মেকিংয়ে বাংল🎀ার সুপারস্টার হয়ে উঠেছেন অনবদ্য চরিত্র। এর আগে প্রকাশিত সিনেমাটির প্রথম গান দর্শক🌼ের মুখে মুখে শোনা যাচ্ছে। বোঝাই যাচ্ছে গানসহ ‘তুফান’ সিনেমা বাজিমাত করবে কোরবানির ঈদে।

গত ৭ মে নেট দুনিয়ায় প্রকাশ করা হয়েছিল ১ মিনিট ২২ সেকেন্ডে𒁃র টিজার। সেখানে অ্যাকশন আর𓄧 রহস্যে ভরা পুরো সিনেমাতেই টান টান উত্তেজনা অনুভব করেছেন দর্শক।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনে🐭তা চঞ্চল চৌধুরীꦜকেও।

এ সিনেমায় আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা। ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। 
 

Link copied!