পবিত্র ওমরাহ হজ পালন করতে ফের মক্কায় গেলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার, ২ জানুয়ারি দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেক🍨ে তিনജি মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন।
এর আগে একাধিকবার শাকিব ওমরাহ পালন ক🍒রেছেন। ব্যস্ত শিডিউলের মধ্যেও দীর্ঘদিন পর তিনি আবারও মক্কায় গেলেন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
যাওয়ার আগে শাকিব খান জানিয়েছেন, ওমরাহ থেকে ফিরেই তার অভিনীত ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিং করꦉবেন।
ইতোমধ্যে ছ༒বির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। জান✤ুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।
গত বছরট🃏া দারুণ কেটেছে জনপ্রিয় এই নায়কের। ব্যক্তি জীবনে সমালোচনা পাশ কাটিয়ে তিনি ‘প্রিয়ত⛦মা’ দিয়ে নতুন করে কামব্যাক করেছেন।
হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় ছꦍবিটি 🀅৪১ কোটি টাকা ব্যবসা করে। এটি দেশীয় সিনেমার নতুন ইতিহাস।
শাকিবের নতুন বছরে তিনটি ছবি আসার কথা আছে। বর্🔥তমানে তিনি ‘রাজকুমার’র শুটিং করছেন। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তির কথা আছে।
অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ ছবিটির মুক্তির꧋ কথা র🧸য়েছে ফেব্রুয়ারিতে। এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক ছবি ‘তুফান’ শুরু হবে মার্চ থেকে। যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফী।