• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মুম্বাই মিশন সেরে ঢাকায় ফিরলেন শাকিব খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৪:২৯ পিএম
মুম্বাই মিশন সেরে ঢাকায় ফিরলেন শাকিব খান
সুপারস্টার শাকিব খান। ছবি: সংগৃহীত

মুম্বাই মিশন সেরে ঢাকায় ফিরলেন সুপারস্টার শাকিব খান। সেখানে ছিল তার নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং। প্রায়💛 একমাস ধরে সেখানে প্রথম লটের কাজ শেষ করে সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় পা রাখেন জনপ্রিয় এই নায়ক।

ইতোমধ্যে ‘বরবাদ’-এর অধিকাংশ শুটিং সমဣ্পন্ন হয়েছে বলে জানান মেহেদী হাসান হৃদয়। তবে পুরোপুরি শুটিং সম্পন্ন হতে আরো কিছুদিন লাগবে বলেও জানা𝔍ন তিনি। কয়েকদিন বিরতি দিয়ে আবার শুরু হবে শেষ লটের শুটিং।

ভায়োলেন্স অ্যাকশন ও রোম্যান্টিক ধাঁচের ছবি ‘বরবাদ’। ছবিতে দ্বিতীয়বারের মতো শাকিবের বিপরীতে দেখ🌞া যাবে ইধিকা পালকে। এছাড়াও দেখা যাবে যীশু সেনগুপ্তের মতো অভিনেতাকে। এ ছবিটি আগামী বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

এদিকে প্রায় একমাস শুটিং হতে চললেও এখনও ‘বরবাদ’-এ শাকিবের কোনো লুক প্রকাশ করেননি নির্মাতা হৃদয়। তিඣনি আগেই জানিয়েছেন, শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ‘দরদ’ ছবি নিয়ে মেতে আছে দর্শক। কোনোভাবেই যেন ক্ল্যাশ না হয় এ কারণে তিনি কদিন পরে লুক 𒆙রিভিল করবেন।

শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ৮৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত ‘দরদ’। মুক্তির পর থেকে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সবখানে বেশ ভালো দর্শক ‘দরদ’ দেখছেন বলে খবর পাওয়া যায়।
এমনকি যুক্তরাষ্ট্র-মালদ্বীপেও দরদ সিনেমার জয়জয়কার চলছ♌ে।

Link copied!